শনিবার ● ৮ নভেম্বর ২০২৫

গলাচিপা উপজেলায় নতুন সহকারী কমিশনারের যোগদান

হোম পেজ » পটুয়াখালী » গলাচিপা উপজেলায় নতুন সহকারী কমিশনারের যোগদান
শনিবার ● ৮ নভেম্বর ২০২৫


সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম সাইফ।

সাগরকন্যা প্রতিবেদক, গলাচিপা (পটুয়াখালী)

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন মো. সাইফুল ইসলাম সাইফ। তিনি ৪০তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের একজন কর্মকর্তা।

দীর্ঘদিন ধরে পদটি শূন্য থাকার পর গত ৬ সেপ্টেম্বর তিনি গলাচিপা ভূমি অফিসের দায়িত্ব গ্রহণ করেন।

ভূমি সেবায় গতি ও স্বচ্ছতা আনতে তিনি কাজ করবেন বলে জানিয়েছেন। সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম সাইফ বলেন, ভূমি সেবা হবে দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত। জনগণ যেকোনো সময় সরাসরি এসে সমস্যার কথা জানাতে পারবেন। কোনো অভিযোগ বা আবেদন ফেলে রাখা হবে না। প্রতিটি কাজের ক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত করা হবে বলেও জানিয়েছেন তিনি।

বাংলাদেশ সময়: ২১:৫২:৫২ ● ৮০ বার পঠিত