শনিবার ● ৮ নভেম্বর ২০২৫
সীমান্তে ভারতীয় নারীর লাশ দেখলেন বাংলাদেশি স্বজনরা
হোম পেজ » খুলনা » সীমান্তে ভারতীয় নারীর লাশ দেখলেন বাংলাদেশি স্বজনরা
সাগরকন্যা প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার আজমতপুর সীমান্তে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ও ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)। উভয় বাহিনীর সহযোগিতায় ভারতের মালদা জেলার মৃত এক নারীর লাশ তার বাংলাদেশে থাকা ভাই ও আত্মীয়দের সীমান্তের শূন্যরেখায় দেখার সুযোগ দেওয়া হয়।
বিজিবি সূত্রে জানা যায়, গত ৭ নভেম্বর রাত সাড়ে ১১টায় ভারতের মালদা জেলার গোলাপগঞ্জ থানার চকমাহিলপুর গ্রামের সেলিনা বেগম (৭০) বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুর খবর পেয়ে বাংলাদেশে বসবাসরত তার ভাই মো. তোফাজ্জল হক (গ্রাম বাগিচাপাড়া, পোস্ট মোল্লাটোলা, থানা শিবগঞ্জ, জেলা চাঁপাইনবাবগঞ্জ) বিজিবির কাছে লাশ দেখার অনুমতি চান।
বিজিবি বিষয়টি জানার পর তাৎক্ষণিকভাবে বিএসএফের সঙ্গে যোগাযোগ করে। উভয় বাহিনীর সমন্বয়ে শুক্রবার (৮ নভেম্বর) সকাল ১০টা ৪০ মিনিটে মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধীনস্থ আজমতপুর বিওপির সীমান্ত পিলার ১৮২/২-এস এর কাছে শূন্যরেখায় লাশ দেখার ব্যবস্থা করা হয়।
বিজিবি ও বিএসএফ সদস্যদের উপস্থিতিতে তোফাজ্জল হক ও তার আত্মীয়রা প্রয়াত সেলিনা বেগমের লাশ দেখে কান্নায় ভেঙে পড়েন এবং বিজিবির মানবিক ভূমিকার প্রশংসা করেন।
৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম বলেন, বিজিবি সবসময় মানবিক বিষয়ে সহানুভূতিশীল। মানুষের আবেগ ও আত্মীয়তার মূল্য বুঝে আমরা এমন কাজে এগিয়ে আসি-এটি আমাদের দায়িত্ব এবং ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত থাকবে।
এই/এমআর
বাংলাদেশ সময়: ১৪:৪৩:৪৯ ● ৩৪ বার পঠিত
