শনিবার ● ৮ নভেম্বর ২০২৫
কালকিনিতে তাঁতীলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার
হোম পেজ » ঢাকা » কালকিনিতে তাঁতীলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

সাগরকন্যা প্রতিবেদক, মাদারীপুর
মাদারীপুরের কালকিনি উপজেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক রেজাউল ফরাজীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে কালকিনি পৌরসভার ৭নং ওয়ার্ডের উত্তর রাজদী গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
রেজাউল ফরাজী ওই এলাকার মৃত ছত্তার ফরাজীর ছেলে। পুলিশ জানায়, তার বিরুদ্ধে ২০২৫ সালের ২৪ সেপ্টেম্বর সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়। এরপর থেকে তিনি পলাতক ছিলেন। অবশেষে শুক্রবার রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে কালকিনি থানা পুলিশ। তার নামে ২০২১ সালের আরও একটি মামলা রয়েছে।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে. এম. সোহেল রানা বলেন, রেজাউল ফরাজীকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে মাদারীপুর আদালতে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪:২৭:০২ ● ৩৭ বার পঠিত
