শুক্রবার ● ৭ নভেম্বর ২০২৫
ঐতিহাসিক ৭ নভেম্বর পবিপ্রবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন
হোম পেজ » পটুয়াখালী » ঐতিহাসিক ৭ নভেম্বর পবিপ্রবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন
সাগরকন্যা প্রতিবেদক, দুমকি (পটুয়াখালী)
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে ইউট্যাব, জিয়া পরিষদ, ছাত্রদল ও জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের যৌথ উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে পটুয়াখালী-১ আসনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। পবিপ্রবি উপাচার্য প্রফেসর ড. কাজী মো. রফিকুল ইসলামের পৃষ্ঠপোষকতায় এবং ইউট্যাব সভাপতি প্রফেসর ড. মো. মামুন আর রশিদের সভাপতিত্বে সভায় প্রো-ভিসি প্রফেসর ড. হেমায়েত জাহান, কেন্দ্রীয় জিয়া পরিষদের সহ-সভাপতি ও কৃষি অনুষদের ডিন প্রফেসর মো. দেলোয়ার হোসেন বিশেষ অতিথি ছিলেন। ছাত্রদল সাধারণ সম্পাদক সোহেল রানা জনি‘র সঞ্চালনায় সভায় জিয়া পরিষদ সভাপতি মো. আবু বকর সিদ্দিক, ডেপুটি রেজিষ্ট্রার মো: মাহফুজুর রহমান সবুজ, সহকারী ছাত্র বিষয়ক উপদেষ্টা ড. মো. সগিরুল আলম, ডেপুটি রেজিস্ট্রার ড. হাসিব মো. তুষার, ভিসির একান্ত সচিব ড. মো. ইকবাল হোসেন প্রমূখ বক্তৃতা করেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ৭ নভেম্বর জাতির ইতিহাসে একটি গৌরবোজ্জ্বল দিন। এই দিনে সৈনিক-জনতা ঐক্যবদ্ধ হয়ে জাতীয় সংহতি প্রতিষ্ঠা করেছিল, যা দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে নতুন দিগন্ত উন্মোচন করেছিল। অনুষ্ঠানে দেশ ও জাতির অগ্রগতি কামনা করে দোয়া পরিচালনা করা হয়।
এমআর
বাংলাদেশ সময়: ১৩:৪৮:৫৫ ● ১৭২ বার পঠিত
