বৃহস্পতিবার ● ৬ নভেম্বর ২০২৫

দুমকিতে এবি পার্টির মতবিনিময় সভা অনুষ্ঠিত

হোম পেজ » পটুয়াখালী » দুমকিতে এবি পার্টির মতবিনিময় সভা অনুষ্ঠিত
বৃহস্পতিবার ● ৬ নভেম্বর ২০২৫


দুমকিতে এবি পার্টির মতবিনিময় সভা অনুষ্ঠিত

সাগরকন্যা প্রতিবেদক, দুমকি (পটুয়াখালী)

আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) পটুয়াখালী জেলা শাখার উদ্যোগে লেবুখালী ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকাল সাড়ে ৩টায় লেবুখালী ইউনিয়নের আঠারোগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সভায় এবি পার্টির কেন্দ্রীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান ও পটুয়াখালী-১ আসনের মনোনীত প্রার্থী প্রফেসর ড. মে. জে. (অব.) আব্দুল ওহাব মিনার প্রধান অতিথি ছিলেন। তিনি বলেন, জনগণের কাছে ক্ষমতা দেখানো নয়, বরং তাদের সেবায় আত্মনিয়োগ করাই রাজনীতির মূল লক্ষ্য।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা সদস্য সচিব প্রকৌশলী মো. কামাল হোসেন, যিনি তৃণমূল পর্যায়ে দলের অবস্থান শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। সভার সভাপতিত্ব করেন জেলা আহ্বায়ক প্রফেসর ড. এ. এম. এম. ইকবাল হোসেন।

বক্তারা এবি পার্টির লেবুখালী ইউনিয়ন কমিটি গঠনের মাধ্যমে তৃণমূল পর্যায়ে সংগঠনকে সুসংগঠিত করার আহ্বান জানান এবং বলেন, জনগণের প্রতিশ্রুত রাষ্ট্র প্রতিষ্ঠাই এবি পার্টির মূল লক্ষ্য।


এমআর

বাংলাদেশ সময়: ১৮:০৫:৪৮ ● ৩৭ বার পঠিত