বৃহস্পতিবার ● ৬ নভেম্বর ২০২৫

শ্লীলতাহানির অভিযোগ পটুয়াখালীর মহিপুরে নারীকে কুপিয়ে জখম

হোম পেজ » পটুয়াখালী » শ্লীলতাহানির অভিযোগ পটুয়াখালীর মহিপুরে নারীকে কুপিয়ে জখম
বৃহস্পতিবার ● ৬ নভেম্বর ২০২৫


 

কলাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন পারুল বেগম

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

পটুয়াখালীর কলাপাড়ায় জমি নিয়ে বিরোধের জেরে পারুল বেগম (৪০) নামের এক নারীকে কুপিয়ে রক্তাক্ত জখম ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। বর্তমানে তিনি মাথা ও শরীরজুড়ে আঘাত নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ সময় তার মেয়েও হামলার শিকার হন।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকেল চারটার দিকে কলাপাড়া উপজেলার ধুলাস্বর ইউনিয়নের নয়াকাটা গ্রামে।

আহত পারুল বেগম সাগরকন্যাকে জানান, দেড় একর জমি নিয়ে স্বামী খলিলুর রহমানের সঙ্গে প্রতিবেশী সাইফুল ইসলাম বাবুলের দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ হলেও সমাধান হয়নি। সাম্প্রতিক এক সালিশে দুই পক্ষকেই বিরোধীয় জমিতে কাজ না করার নির্দেশ দেওয়া হয়।

তিনি বলেন, মঙ্গলবার তার স্বামী বাড়িতে না থাকায় বাবুলের ভাই দুলালসহ তাদের পরিবারের কয়েকজন বিরোধীয় পুকুরে মাছ ধরতে যায়। আমরা (খলিলুর রহমানের পরিবার) বাধা দিতে গেলে দুলাল ও বাবুল দেশীয় অস্ত্র দিয়ে আমার মাথায় আঘাত করেন। এরপর বাবুলের বাবা হারিছ, স্ত্রী সীমা, বোন খাইরুন নেছা, ভগ্নিপতি লিটন, দুলালের ছেলে হাসান ও বাবুলের ছেলে সাব্বিরসহ ৮-১০ জন মিলে আমাকে মারধর ও শ্লীলতাহানি ঘটায়। পারুল বেগম অভিযোগে জানান, তারা তার কানের দুল, গলার চেইন ও মোবাইল ফোন এসময় ছিনিয়ে নেয়।

মেয়ে হাজেরা (১৭) মাকে রক্ষা করতে গেলে তাকেও পিটিয়ে আহত করা হয়। পরে স্থানীয়রা মা-মেয়েকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

আহত নারীর স্বামী খলিলুর রহমান বলেন, পরিকল্পিতভাবে তার স্ত্রীকে হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হয়েছে। তিনি প্রশাসনের কাছে এর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

তবে অভিযুক্ত সাইফুল ইসলাম বাবুল সাগরকন্যাকে বলেন, ঘটনার দিন তাদের বাড়িতে পুরুষ কেউ ছিল না। মহিলাদের মধ্যে মারামারি হয়েছে। বিষয়টি নিয়ে সালিশ বৈঠক হওয়ার কথা রয়েছে।

সংশ্লিষ্ট মহিপুর থানার ওসি মাহমুদ হাসান বলেন, আহত পারুল বেগম থানায় এসেছিলেন। তাকে চিকিৎসা নিতে বলা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৪:২৩:৪২ ● ৪৩ বার পঠিত