মঙ্গলবার ● ৪ নভেম্বর ২০২৫
গৌরনদীতে বিনামূল্যে রবি শস্যের বীজ-সার বিতরণ
হোম পেজ » বরিশাল » গৌরনদীতে বিনামূল্যে রবি শস্যের বীজ-সার বিতরণ
সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)
গৌরনদী উপজেলা পরিষদ চত্বরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রবি শস্যের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার উপজেলা কৃষি অফিসের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
চলতি অর্থবছরে ১ হাজার ৬৪০ জন কৃষককে সরকার ঘোষিত প্রণোদনা কর্মসূচির আওতায় এই সহায়তা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. ইব্রাহিম।
গৌরনদী উপজেলা কৃষি অফিসার মো. সেকেন্দার শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জেরিন রহমান ও গৌরনদী প্রেসক্লাবের আহ্বায়ক জহুরুল ইসলাম জহির।
এ সময় বক্তব্য দেন উপসহকারী কৃষি কর্মকর্তা মিথুন বণিক, মো. রিয়াজ হোসেন, মো. মেহেদী হাসান, নুপুর মজুমদার ও ২নং বার্থী ইউনিয়ন বিএনপি নেতা মো. জানে আলমসহ অনেকে।
বাংলাদেশ সময়: ২১:৩৫:১৬ ● ৯১ বার পঠিত
