রবিবার ● ২ নভেম্বর ২০২৫

বামনার বিএনপি নেতা সাবেক উপজেলা চেয়ারম্যানের জামায়াতে যোগদান

হোম পেজ » রাজনীতি » বামনার বিএনপি নেতা সাবেক উপজেলা চেয়ারম্যানের জামায়াতে যোগদান
রবিবার ● ২ নভেম্বর ২০২৫


বামনার বিএনপি নেতা সাবেক উপজেলা চেয়ারম্যানের জামায়াতে যোগদান

সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা

বাংলাদেশ জামায়াতে ইসলামের আদর্শে অনুপ্রাণিত হয়ে বরগুনার বামনা উপজেলার তিনবারের সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মানজুরুর রব মুর্তাজা আহসান মামুন আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগ দিয়েছেন।

রবিবার (২ নভেম্বর) সন্ধ্যায় বামনা উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজিত এক জনসভা শেষে বরগুনা জেলা জামায়াতের আমীর মাওলানা মুহিব্বুল্লাহ হারুনের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে তিনি সংগঠনের প্রাথমিক সদস্য ফরমে স্বাক্ষর করেন।

নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক দীর্ঘ পোস্টে মামুন লিখেছেন, রাজনীতি তার কাছে কখনো ক্ষমতার মাধ্যম নয়; বরং সাধারণ মানুষের সঙ্গে সম্পর্কের গভীরতা সৃষ্টির এক আন্তরিক প্রচেষ্টা।

তিনি জানান, ১৯৮৭ সালে ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালকের পদ থেকে ইস্তফা দিয়ে বামনায় ফিরে এসে জাতীয় পার্টির রাজনীতিতে যুক্ত হন। পরে ২০০২ সালে তৎকালীন সংসদ সদস্য আলহাজ নূরুল ইসলাম মনিরের আহ্বানে বিএনপিতে যোগ দেন এবং দীর্ঘদিন বরগুনা জেলা বিএনপির সহসভাপতির দায়িত্ব পালন করেন।

২০১৪ সালের উপজেলা নির্বাচনে প্রার্থিতা নিয়ে বিরোধের জেরে তাকে বিএনপি থেকে বহিষ্কারের ঘোষণা দেওয়া হয়। তবে কোনো আনুষ্ঠানিক আদেশপত্র তিনি পাননি। পরে একাধিকবার পুনর্বহালের আবেদন করলেও তা কার্যকর হয়নি।

বহিষ্কারের পর নির্দলীয়ভাবে সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে যুক্ত থাকেন মামুন। দলের অভ্যন্তরীণ সংকট ও নৈতিক অধঃপতনে হতাশ হয়ে তিনি অবশেষে জামায়াতে যোগদানের সিদ্ধান্ত নেন।

মামুন বলেন, নিজের স্বার্থে নয়, মানুষের কল্যাণে রাজনীতি করি। বিএনপির বর্তমান পরিস্থিতিতে সেখানে ফেরার যৌক্তিকতা খুঁজে পাইনি।

যোগদান অনুষ্ঠানে জেলা আমীর মাওলানা মুহিব্বুল্লাহ হারুনসহ জামায়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় বামনা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দিনার তালুকদার, বামনা আর রশীদ ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. ইউনুসসহ অর্ধশতাধিক ব্যক্তি জামায়াতে যোগ দেন।

বাংলাদেশ সময়: ২১:৫০:৪৯ ● ৯৪ বার পঠিত