শুক্রবার ● ৩১ অক্টোবর ২০২৫

গৌরনদীতে বিনামূল্যে চিকিৎসা পেলেন পাঁচ শতাধিক মানুষ

হোম পেজ » বরিশাল » গৌরনদীতে বিনামূল্যে চিকিৎসা পেলেন পাঁচ শতাধিক মানুষ
শুক্রবার ● ৩১ অক্টোবর ২০২৫


গৌরনদীতে বিনামূল্যে চিকিৎসা পেলেন পাঁচ শতাধিক মানুষ

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের প্রত্যন্ত মৈস্তারকান্দি গ্রামে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেয়েছেন পাঁচ শতাধিক নারী-পুরুষ। শুক্রবার (৩১ অক্টোবর) সকাল থেকে দিনব্যাপী এ চিকিৎসা সেবা প্রদান করে স্বেচ্ছাসেবী সংগঠন সাইনিং ডেভেলপমেন্ট সোসাইটি।

ক্যাম্পে চিকিৎসা দেন গৌরনদী উপজেলা হাসপাতালের গাইনী ও প্রসূতি বিশেষজ্ঞ ডা. মেহেদী হাসান নাঈম এবং মেডিসিন বিশেষজ্ঞ ডা. গৌরব মজুমদার বিক্রম। দুইজন নার্সসহ তারা দিনব্যাপী অসহায় রোগীদের চিকিৎসা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করেন।

সংগঠনের সাধারণ সম্পাদক দুলাল রায় বলেন, অর্থাভাবে চিকিৎসা বঞ্চিত মানুষদের পাশে দাঁড়াতে আমরা নিয়মিত কাজ করছি। এবারও তারই ধারাবাহিকতায় এই ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করেছি।

ক্যাম্পে স্থানীয় পল্লব বৈদ্য, রেভা বিদ্যুৎ রায় ও শিশু রঞ্জন ঢালীসহ সংগঠনের সদস্যরা সহায়তা করেন।

চিকিৎসা নিতে আসা রঞ্জিত বাড়ৈ, সুম্মিতা বালা, ইলিয়াস হোসেন ও রেবেকা বেগম বলেন, বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসা ও ওষুধ পেয়ে আমরা অত্যন্ত খুশি।

গৌরনদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাহতা জারাব সালেহিন জানান, উপজেলা প্রশাসনের অনুমোদনে এই ক্যাম্পে হাসপাতালের চিকিৎসক ও নার্স পাঠানো হয়েছে। ভবিষ্যতেও এমন উদ্যোগে সহযোগিতা করা হবে।

উপজেলা নির্বাহী অফিসার মো. ইব্রাহীম বলেন, এভাবে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো এগিয়ে এলে দরিদ্র কেউ আর অর্থাভাবে চিকিৎসা বঞ্চিত হবেন না। প্রশাসনের পক্ষ থেকে এমন উদ্যোগে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে।


এমএইচ/এমআর

বাংলাদেশ সময়: ১৭:৩২:৩৫ ● ২৬৩ বার পঠিত