বৃহস্পতিবার ● ৩০ অক্টোবর ২০২৫

বরগুনায় ছয় বিএনপি নেতাকর্মীর শর্তসাপেক্ষ জামিন

হোম পেজ » বরগুনা » বরগুনায় ছয় বিএনপি নেতাকর্মীর শর্তসাপেক্ষ জামিন
বৃহস্পতিবার ● ৩০ অক্টোবর ২০২৫


বরগুনায় ছয় বিএনপি নেতাকর্মীর শর্তসাপেক্ষ জামিন

সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা
সরকার পতনের দিন দোকান লুটপাট ও অগ্নিসংযোগ মামলায় বরগুনায় বিএনপির ছয় নেতাকর্মীকে শর্তসাপেক্ষে জামিন দিয়েছেন জেলা ও দায়রা জজ মো. সাইফুর রহমান। বৃহস্পতিবার তিনি এ আদেশ দেন।

এর আগে ১০ অক্টোবর বরগুনার দ্রুত বিচার আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এস. এম. শরিয়ত উল্লাহ ছয় আসামির জামিন নামঞ্জুর করেন। আসামিরা হলেন এম বালিয়াতলী ইউনিয়নের হায়াত মাহমুদ মিল্টন, মোলায়মান কবির, শফিকুল ইসলাম ওরফে জামাল মল্লিক, এমদাদুল হক মিলন, আকতারুল হক ও শাহজাহান মুন্সী। তারা সবাই ইউনিয়ন বিএনপির নেতাকর্মী এবং তিনজন ইউপি সদস্য। বিষয়টি নিশ্চিত করেছেন পিপি মো. নুরুল আমিন।

মামলার বাদী মুন্নী আক্তার অভিযোগ করেন, গত বছরের ৫ আগস্ট সরকার পতনের পর রাতে আসামিরা তার স্বামী মনিরুজ্জামানের দোকান লুটপাট করে আগুন ধরিয়ে দেয়, এতে ৪২ লাখ টাকার ক্ষতি হয়। এ ঘটনায় তিনি ২৫ আগস্ট ২২ জনকে আসামি করে মামলা করেন।

তদন্ত শেষে পুলিশ আটজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। পরে আসামিপক্ষ আদালতে আত্মসমর্পণ করলে জেলা জজ আদালত ১৫ দিন পর পর হাজিরা দেওয়ার শর্তে জামিন মঞ্জুর করেন। আসামিপক্ষের আইনজীবী আবদুল ওয়াসি মতিন জানান, মামলাটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, এবং এ ধরনের কয়েকটি মামলা প্রত্যাহারের প্রক্রিয়াধীন রয়েছে।

এমআরকে/এমআর

বাংলাদেশ সময়: ১৪:১৭:৪৩ ● ১০৭ বার পঠিত