বুধবার ● ২৯ অক্টোবর ২০২৫
নেছারাবাদে দুই মাথাওয়ালা শিশুর জন্ম
হোম পেজ » পিরোজপুর » নেছারাবাদে দুই মাথাওয়ালা শিশুর জন্ম
সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)
পিরোজপুরের নেছারাবাদে দুই মাথাওয়ালা শিশুর জন্ম হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) রাত সাড়ে আটটার দিকে উপজেলার জাহানআরা প্রাইভেট হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে শিশুটির জন্ম হয়। জন্মের পাঁচ ঘণ্টা পর শিশুটি মারা যায়।
জানা গেছে, চৈতি মণ্ডল (২০) নামে এক গৃহবধূর গর্ভে জন্ম নেয় শিশুটি। চৈতি উপজেলার রোংগাকাঠি গ্রামের চিত্ত রঞ্জন মণ্ডলের মেয়ে এবং পটুয়াখালীর বাউফল উপজেলার লিমনের স্ত্রী।
জাহানআরা হাসপাতালের চিকিৎসক ডা. নরেশ চন্দ্র বড়াল বলেন, মা বর্তমানে সুস্থ আছেন। শিশুটি জন্মের প্রায় পাঁচ ঘণ্টা পর রাত দেড়টার দিকে মারা যায়।
পরিবার সূত্রে জানা যায়, চৈতির শারীরিক অবস্থা অবনতি হলে স্বজনরা দ্রুত হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক সিজারিয়ান অপারেশনের মাধ্যমে দুই মাথাওয়ালা শিশুর জন্ম দেন।
এদিকে দুই মাথাওয়ালা শিশুর জন্মের খবর ছড়িয়ে পড়লে উৎসুক মানুষ হাসপাতালের সামনে ভিড় জমায়।
বাংলাদেশ সময়: ১৫:০২:২৪ ● ১১৯ বার পঠিত
