মঙ্গলবার ● ২৮ অক্টোবর ২০২৫
কলাপাড়ায় এবার পোষ্য কুকুর-বিড়ালকে টিকা প্রদান শুরু
হোম পেজ » পটুয়াখালী » কলাপাড়ায় এবার পোষ্য কুকুর-বিড়ালকে টিকা প্রদান শুরু
সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
পটুয়াখালীর কলাপাড়ায় মরণব্যাধি জলাতঙ্ক প্রতিরোধে পোষ্য কুকুর ও বিড়ালকে বিনামূল্যে টিকা প্রদান কর্মসূচি শুরু হয়েছে। সোমবার (২৮ অক্টোবর) সকাল থেকে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন হয়।
কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসীন সাদেক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন। উদ্বোধনের সময় তিনি বলেন, জলাতঙ্ক একটি প্রাণঘাতী কিন্তু প্রতিরোধযোগ্য রোগ। পোষ্য প্রাণীর টিকাদানের মাধ্যমে মানুষ ও প্রাণীর স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা বাড়বে।
এ কর্মসূচির আয়োজন করে কলাপাড়া উপজেলা প্রশাসন। সার্বিক সহযোগিতা করে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর, পটুয়াখালী এবং সংগঠন ‘অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালী’।
এর আগে গত ২২ অক্টোবর একই উদ্যোগে কলাপাড়া উপজেলার বিভিন্ন এলাকায় বেওয়ারিশ কুকুর ও বিড়ালকে জলাতঙ্ক প্রতিরোধী টিকা প্রদান করা হয়েছিল।
স্থানীয় প্রাণিপ্রেমীরা বলেন, নিয়মিত টিকাদান কর্মসূচি অব্যাহত থাকলে জলাতঙ্কমুক্ত কলাপাড়া গড়ে তোলা সম্ভব হবে।
বাংলাদেশ সময়: ২০:২৬:৩৮ ● ১০১ বার পঠিত
