মঙ্গলবার ● ২৮ অক্টোবর ২০২৫
দশমিনায় যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
হোম পেজ » পটুয়াখালী » দশমিনায় যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
সাগরকন্যা প্রতিবেদক, দশমিনা (পটুয়াখালী)
পটুয়াখালীর দশমিনায় উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় উপজেলা বিএনপির কার্যালয় প্রাঙ্গণ থেকে উপজেলা যুবদলের উদ্যোগে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়।
র্যালি শেষে উপজেলা যুবদলের আহ্বায়ক এনামুল হক রতনের সভাপতিত্বে ও সদস্য সচিব শামীম খানের সঞ্চালনায় পথসভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলম শানু, যুগ্ম সাধারণ সম্পাদক ফকরুজ্জামান বাদল ও মাসুদুর রহমান পঞ্চায়েত, কৃষক দলের সভাপতি মনিরুজ্জামান মনির, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইয়াসিন আলী খাঁন, আল-আমিন মোল্লা, জুয়েল আমিন প্যাদা, সোহেল জোমাদ্দার, জায়েদ হোসেন মোল্লা, অ্যাডভোকেট ফুয়াদ হোসেন, ইকবাল বশির, আবু আবদুল্লাহ ও মহসিন আহমেদ লিটন প্রমুখ।
এর আগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা মিছিল নিয়ে র্যালিতে অংশ নেন।
বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকনির্দেশনায় আগামী নির্বাচনে বিএনপি যেন দেশ পরিচালনার দায়িত্ব নিতে পারে, সেই লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
বাংলাদেশ সময়: ১৯:১৩:৪৮ ● ১০৬ বার পঠিত
