মঙ্গলবার ● ২৮ অক্টোবর ২০২৫
গৌরনদীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি
হোম পেজ » বরিশাল » গৌরনদীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)
যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালের গৌরনদীতে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে গৌরনদী সরকারি কলেজ গেট শহীদ মিনার থেকে র্যালিটি শুরু হয়।
সংক্ষিপ্ত আলোচনা শেষে র্যালিটি মহাসড়কের প্রধান প্রধান চত্বর প্রদক্ষিণ করে শান্তিপূর্ণভাবে শেষ হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর যুবদলের আহ্বায়ক মো. জাকির হোসেন বাচ্চু। উপস্থিত ছিলেন বরিশাল জেলা উত্তর যুবদলের সিনিয়র সদস্য ও বিআর ডিবির চেয়ারম্যান মো. সোহানুর রহমান সোহাগ, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব মো. ফুয়াদ হোসেন এনি, পৌর যুবদল নেতা মো. রিয়াজ ভূঁইয়া, মো. জসিম শরীফ, বার্থী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. কাইয়ুম হোসেন খান, যুবদল নেতা মো. সিরাজ সরদার, শহীদ সরদার, বুলবুল সরদার, মশিউর রহমান শরীফ, আরিফুর রহমান মিঠু হাওলাদার, বাটাজোর ইউনিয়ন যুবদল নেতা মো. খোকন ফকির, এনায়েত হোসেন খান, সুমন খানসহ স্থানীয় অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
বাংলাদেশ সময়: ১৪:২৩:১৭ ● ১১৮ বার পঠিত
