সোমবার ● ২৭ অক্টোবর ২০২৫
গৌরনদীতে ডেঙ্গু আক্রান্ত গৃহবধূর মৃত্যু, নার্সদের অবহেলার অভিযোগ
হোম পেজ » লিড নিউজ » গৌরনদীতে ডেঙ্গু আক্রান্ত গৃহবধূর মৃত্যু, নার্সদের অবহেলার অভিযোগ
সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)
বরিশালের গৌরনদীতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ফেরোজা বেগম (৩২) নামে এক গৃহবধূ মারা গেছেন। রবিবার গভীর রাতে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ফেরোজা মাহিলাড়া ইউনিয়নের হাপানিয়া গ্রামের ভ্যান চালক মো. আলামিন কবিরাজের স্ত্রী।
মৃতের জা লাকি আক্তার জানান, মঙ্গলবার থেকে জ্বরে আক্রান্ত ছিলেন ফেরোজা। শনিবার সকালে তাকে গৌরনদী হাসপাতালে নিয়ে গিয়ে ডাক্তার দেখালে ডেঙ্গু পরীক্ষা করা হয়। হাসপাতালের পাশের ডায়াগনস্টিক সেন্টারে ব্লাড পরীক্ষা করালে রিপোর্টে ডেঙ্গু ধরা পড়েনি।
ডাক্তারের ব্যবস্থাপত্র অনুযায়ী বাড়িতে ওষুধ খাওয়ানোর পর ফেরোজা আরও অসুস্থ হয়ে পড়েন। রবিবার সকাল ৯টায় তাকে হাসপাতালে আবার দেখানো হলে ডাঃ টিপু সুলতানের পরীক্ষায় ডেঙ্গু ধরা পড়ে এবং রক্তের প্লাটিলেট সংখ্যা ৩৬ হাজারে নেমে আসে। তখনই তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালে ভর্তি হওয়ার পর নার্সরা স্যালাইন পুশ করার কথা জানিয়েও সারাদিন ফেরোজার কাছে যাননি। রাতে তার অবস্থার অবনতি হলে কয়েকবার ডাকলেও নার্সরা উপস্থিত হননি। অবশেষে নার্সদের উদাসীনতার কারণে ফেরোজা মারা যান বলে অভিযোগ ওঠে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাহতা জারাব সালেহিন বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে স্বাস্থ্য কমপ্লেক্সে ১৮ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ৪৯২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন, যার মধ্যে ৪৭৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এর মধ্যে ডেঙ্গু আক্রান্ত এক রোগী স্ট্রোক করে মারা গেছেন।
বাংলাদেশ সময়: ২১:০৩:০৯ ● ৯৯ বার পঠিত
