রবিবার ● ২৬ অক্টোবর ২০২৫
ইসলামী আন্দোলনের কর্মী সাজিয়ে বিএনপিতে যোগদানের অভিযোগ
হোম পেজ » লিড নিউজ » ইসলামী আন্দোলনের কর্মী সাজিয়ে বিএনপিতে যোগদানের অভিযোগ
সাগরকন্যা প্রতিবেদক, আমতলী (বরগুনা)
পাঁচকল্লি টুপি পরিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মী সাজিয়ে বিএনপিতে যোগদান করানোর অভিযোগ উঠেছে। রবিবার বিকেলে আমতলী উপজেলা ইসলামী আন্দোলনের পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন সংগঠনটির উপজেলা সভাপতি মুফতি ওমর ফারুক জিহাদী।
তিনি বলেন, শনিবার রাতে ইসলামী আন্দোলন বাংলাদেশ আমতলী সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড শাখার বহিষ্কৃত সভাপতি নাশির উদ্দিন হাওলাদারের নেতৃত্বে তিন শতাধিক লোক বিএনপিতে যোগ দেন। ওই অনুষ্ঠানে ইসলামী আন্দোলনের কর্মী পরিচয় ব্যবহার করা হয়। অথচ নাশির উদ্দিনকে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ৫ অক্টোবর বহিষ্কার করা হয়েছিল।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, সাধারণ মানুষকে পাঁচকল্লি টুপি পরিয়ে ইসলামী আন্দোলনের কর্মী সাজিয়ে বিএনপিতে যোগদান করানো হয়েছে। এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বলে অভিযোগ করেন ইসলামী আন্দোলনের নেতারা।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক গাজী মো. বায়েজিদ, সাংগঠনিক সম্পাদক হাফেজ ইউসুফ মাতুব্বর, যুব আন্দোলনের সভাপতি হাফেজ খালেক সাইফুল্লাহ, শ্রমিক আন্দোলনের সাধারণ সম্পাদক মাওলানা মীর সোলায়মান, ছাত্র আন্দোলনের সভাপতি জাহিদুল ইসলাম প্রমুখ।
অভিযুক্ত নাশির উদ্দিন হাওলাদারের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে তিনি সাংবাদিক পরিচয় জেনে সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
আমতলী উপজেলা বিএনপির সাবেক সভাপতি জালাল উদ্দিন ফকির বলেন, নাশির উদ্দিনের নেতৃত্বে ইসলামী আন্দোলনের কয়েকজন বিএনপিতে যোগ দিয়েছেন। তবে তিনি যে বহিষ্কৃত, তা জানা ছিল না। বিএনপি একটি বৃহৎ দল, তাই কেউ যোগ দিতে চাইলে ফিরিয়ে দেয়া যায় না।
বাংলাদেশ সময়: ১৮:৩৬:৩৮ ● ১৫৬ বার পঠিত
