শুক্রবার ● ২৪ অক্টোবর ২০২৫

নেছারাবাদে গভীর রাতে পৈত্রিক সম্পত্তি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

হোম পেজ » পিরোজপুর » নেছারাবাদে গভীর রাতে পৈত্রিক সম্পত্তি দখলের চেষ্টা, থানায় অভিযোগ
শুক্রবার ● ২৪ অক্টোবর ২০২৫


নেছারাবাদে পৈত্রিক সম্পত্তি দখলের অভিযোগে থানায় আবেদন

সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)

নেছারাবাদে গভীর রাতে পৈত্রিক সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগে থানায় লিখিত আবেদন করেছেন কবির হোসেন (৫৫) নামে এক ব্যক্তি। তিনি স্বরূপকাঠি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মাগুরা গ্রামের মৃত আ. জলিলের ছেলে।

থানায় দেওয়া আবেদনে কবির হোসেন উল্লেখ করেছেন, একই এলাকার ইমাম হোসেন (৪৫) ও তার ভাইয়ের ছেলে তানিম (২৫) দীর্ঘদিন ধরে তার পৈত্রিক সম্পত্তি দখলের চেষ্টা চালাচ্ছে। সর্বশেষ ২১ অক্টোবর দিবাগত রাত ৩টার দিকে তারা তার বাড়ির পাশের বাঁশঝাড় ও গাছপালা কেটে নিয়ে যায়। বাধা দিতে গেলে তাকে ও পরিবারের সদস্যদের গালাগাল ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

কবির হোসেনের স্ত্রী জেসমিন বেগম বলেন, আমাদের জায়গা থেকে জোর করে সুপারি পাড়তে এলে আমি বাধা দিই। তখন ইমাম আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। পরে ইমাম ও তানিম আমাদের টয়লেট ভেঙে খালে ফেলে দেয় এবং রিং-স্ল্যাব কুঠার দিয়ে গুড়িয়ে দেয়। তারা হাত-পা ভেঙে ফেলার হুমকিও দেয় বলে অভিযোগ জেসমিন বেগমের।

অভিযুক্ত ইমামের কাছে ফোনে এসব বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সামনে এসে কথা বলাব, এর পর ফোন কেটে দেন।

নেছারাবাদ থানার এএসআই কাজী মো. ইউসুফ বলেন, ঘটনাটি নিয়ে একটি লিখিত অভিযোগ তদন্তের জন্য থানা থেকে পেয়েছি। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ৭:৪৬:৪০ ● ২৮৯ বার পঠিত