
মঙ্গলবার ● ২১ অক্টোবর ২০২৫
বরগুনা-১ আসনে ভোটের সমীকরণ কাদের হাতে?
হোম পেজ » রাজনীতি » বরগুনা-১ আসনে ভোটের সমীকরণ কাদের হাতে?সাগরকন্যা প্রতিবেদক, আমতলী (বরগুনা)
ত্রয়োদ্বশ জাতীয় সংসদ নির্বাচনের মুখে বরগুনা-১ আসনে নির্বাচনী উত্তাপ বাড়ছে। আওয়ামীলীগ নিষিদ্ধ থাকায় বিএনপি ও জামায়াত আসনটি দখল করতে মরিয়া। জয়-পরাজয়ের মূল ফ্যাক্টর হিসেবে ভোটার ও পায়রা নদীকে দেখছেন বিশেষজ্ঞরা। তবে আওয়ামীলীগ অংশ নিলে সমীকরণ পাল্টে যেতে পারে।
বরগুনা-১ আসন (বরগুনা সদর, আমতলী, তালতলী) তিন উপজেলার ভোটার সংখ্যা ৫ লাখ ৫৭ হাজার ৮৭৪। পায়রা নদী উপজেলা তিনটিকে ভাগ করেছে। পশ্চিম পাড়ে বরগুনা সদর, পূর্বে আমতলী-তালতলী। সদরের ভোটার ২ লাখ ৬৫ হাজার ৭৪১, পূর্বপাড়ের দুই উপজেলার ২ লাখ ৯২ হাজার ১৩৩। বিএনপি ও জামায়াত মূলত সদর ও তালতলী দখল করতে মরিয়া, আমতলী-মধ্যবর্তী এলাকায় ভোট বিভাজন রয়েছে।
বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা জনগণের সঙ্গে সরাসরি সংযোগ করছেন। আমতলী-তালতলী থেকে সাবেক সাংসদ আলহাজ্ব মোঃ মতিয়ার রহমান তালুকদার, অ্যাডভোকেট মজিদ মল্লিক, অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম গাজী, অ্যাডভোকেট ওমর আব্দুল্লাহ শাহীন, অ্যাডভোকেট আব্দুল মজিদ তালুকদার। সদর থেকে নজরুল ইসলাম মোল্লা, ফিরোজ-উজ জামান মামুন মোল্লা, অধ্যাপক ফজলুল হক মাষ্টার, হুমায়ুন হাসান শাহীন, অ্যাডভোকেট রেজবুল কবির, আসমা আজিজ ও কেএম শফিকুজ্জামান মাহফুজ।
জামায়াতের প্রার্থী অধ্যাপক মহিবুল্লাহ হারুন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মাহমুদুল হাসান অলিউল্লাহ দলীয় মনোনয়ন পেয়ে গণসংযোগ করছেন। তবে তারা সদর উপজেলায় কিছুটা জনসমর্থন থাকলেও পূর্বপাড়ে তেমন নেই।
নির্বাচনী বিশেষজ্ঞরা বলছেন, পায়রা নদী বিবেচনা করে যোগ্য ও জনপ্রিয় প্রার্থী মনোনয়ন পেলে বিএনপি জয়লাভ সহজ হবে। বর্তমান পরিস্থিতিতে আওয়ামীলীগ অংশ নিলে ভোটের সমীকরণ পুরোপুরি পাল্টে যেতে পারে।
তরুণ নেতা ওমর আব্দুল্লাহ শাহীন বলেন, আগের বছরগুলোর নির্যাতন, হামলা ও মামলা সত্ত্বেও দলের পক্ষে কাজ করেছি। দলীয় মনোনয়ন পেলে বরগুনা মডেল জেলায় পরিণত হবে।
নবীন প্রার্থী আসমা আজিজ বলেন, দলের ত্যাগী ও যোগ্য নেতাদের মূল্যায়ন হবে, আশা করি মনোনয়ন পাব।
নজরুল ইসলাম মোল্লা বলেন, মনোনয়ন পেলে জনগনের ভোটে জয়লাভ করে দেশনেত্রী খালেদা জিয়াকে উপহার দিতে পারবো।
সাবেক সাংসদ মতিয়ার রহমান তালুকদার বলেন, দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন কাজে বরগুনাকে আরও এগিয়ে নিয়ে যাব।
বাংলাদেশ সময়: ১৮:১৯:১২ ● ১১৭ বার পঠিত