সোমবার ● ২০ অক্টোবর ২০২৫
মঠবাড়িয়ায় টাকা চাওয়ায় ব্যবসায়ী খুন, আটক ৩
হোম পেজ » পিরোজপুর » মঠবাড়িয়ায় টাকা চাওয়ায় ব্যবসায়ী খুন, আটক ৩
সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর
পিরোজপুরের মঠবাড়িয়ায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে বিরোধে আলম হাওলাদার (৭০) নামের এক চায়ের দোকানীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে পুলিশ রাজু (২৪), কাদের (২৫) ও সাইফুল(২৬) নামের তিন জনকে আটক করেছে।
রবিবার (১৯ অক্টোবর) রাতে উপজেলার বড় শৌলা এলাকার সোনা উদ্দিন এর বাড়ির সামনে রাস্তায় এ ঘটনা ঘটে। নিহত আলম হাওলাদার উপজেলার মিরুখালী ইউনিয়নের বড় শৌলা গ্রামের মৃত হাকিম হাওলাদারের ছেলে।
মঠবাড়িয়া থানা ও পরিবার সূত্রে জানাগেছে, রোববার রাতে আলম হাওলাদার তার চায়ের দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার পথে দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। স্থানীয়দের ধারণা দোকানের বকেয়া পাওনা টাকা চাওয়ায় মাদকাসক্তরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।
নিহতের ছোট ছেলে সরোয়ার হাওলাদার জানান, বকেয়া টাকা নিয়ে আমার সামনে বসে বাবার সাথে অনেক দিন ঝগড়া হয়েছে। পাওনা টাকার চাওয়ার জন্য বাবাকে মেরে ফেলা হয়েছে। ঘটনার দিন দোকান থেকে বাড়ি ফেরার পথে তাকে কুপিয়ে হত্যা করা হয়। আমি বাবার হ’ত্যার বিচার চাই।
মঠবাড়িয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল হালিম তালুকদার জানান, এ বিষয়ে তিনজনকে আটক করা হয়েছে। নিহতের ছেলে বাদী হয়ে মঠবাড়িয়া থানায় একটি হ’ত্যা মামলা দায়ের করেছেন। ময়নাতদন্তের জন্য লা’শ পিরোজপুর জেলা মর্গে পাঠানো হয়েছ।
আরএইচএম/এমআর
বাংলাদেশ সময়: ২০:১৭:৫১ ● ১৮২ বার পঠিত
