
সোমবার ● ২০ অক্টোবর ২০২৫
লিবিয়া থেকে আটক যুবকদের ছাড়িয়ে আনার দাবিতে অবস্থান
হোম পেজ » লিড নিউজ » লিবিয়া থেকে আটক যুবকদের ছাড়িয়ে আনার দাবিতে অবস্থানসাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী
লিবিয়া থেকে অবৈধভাবে ইতালি যাওয়ার পথে লিবিয়ার কোস্টগার্ডের হাতে আটক গৌরনদীর ৬০ ও আগৈলঝাড়ার ১০ যুবকসহ মোট ৭০ জনকে দ্রুত ছাড়া দাবি জানিয়েছেন তাদের অভিভাবকরা। শনিবার সকাল থেকে সোমবার পর্যন্ত বিক্ষুব্ধ পরিবার ও স্বজনরা গৌরনদীর খাঞ্জাপুর ইউনিয়নের মানবপাচারকারী জাকির মোল্লার বাড়ির সামনে অবস্থান করেছেন।
ভূক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, লিবিয়ার কোস্টগার্ড ৩টি স্পিডবোর্ড থেকে ১০৮ বাংলাদেশীকে আটক করে। এর মধ্যে গৌরনদী থেকে ৬০, আগৈলঝাড়া থেকে ১০ এবং বাকি ৩৮ জন ঢাকা, মাদারীপুর, সিরাজগঞ্জ ও শরীয়তপুর জেলার বাসিন্দা। খবর পেয়ে জাকির মোল্লার সহযোগীরা শনিবার রাতেই গৌরনদীর ২০ যুবককে মুক্ত করেন।
ভূক্তভোগীরা জানান, ভাগ্য বদলের আশায় তারা ঋণ, জমি বিক্রি ও ধারদেনা করে প্রতিজনকে ১৫ থেকে ১৮ লাখ টাকা দিয়ে মানব পাচারকারী দালালদের মাধ্যমে লিবিয়া থেকে ইতালির উদ্দেশ্যে পাঠিয়েছিলেন। ৮-৯ সেপ্টেম্বর দুটি স্পিডবোর্ডে মোট ৭০ যুবক লিবিয়া থেকে ইতালির উদ্দেশ্যে রওনা দেয়। তবে ৩/৪ ঘন্টা চলার পর লিবিয়ার কোস্টগার্ড ৭০ জনকে আটক করে।
নিখোঁজ ৩৮ যুবকের পরিবার উদ্বেগে ভুগছিল। ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তারা তাদের সন্ধান চেয়েছিলেন। ২২ সেপ্টেম্বর রাতে আরেকটি স্পিডবোর্ডে ৪০ জন পাঠানো হয়, যাদেরও ২৩ সেপ্টেম্বর লিবিয়া কোস্টগার্ড আটক করে।
মানবপাচার চক্রের দালালরা পরে গৌরনদীর ৩৮ যুবকসহ আটককৃতদের ছেড়ে দেয়। এরপরে বিক্ষুব্ধ অভিভাবকরা জাকির মোল্লার বাড়িতে অবস্থান নিয়ে তার মা ও বোনকে গৃহবন্দি করে রাখেন। তারা জাকিরকে ঘরের দরজার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ দেখান।
জাকির মোল্লার মা মোসাৎ নুরজাহান জানিয়েছেন, তার ছেলে নিরাপদ স্থানে যুবকদের সবাইকে ছাড়িয়ে আনবেন।
বাংলাদেশ সময়: ১৬:৪৯:৪৯ ● ১০৫ বার পঠিত