
সোমবার ● ২০ অক্টোবর ২০২৫
গৌরনদীতে হতদরিদ্রদের জন্য স্বল্পমূল্যে চাল বিতরণ
হোম পেজ » বরিশাল » গৌরনদীতে হতদরিদ্রদের জন্য স্বল্পমূল্যে চাল বিতরণ
সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)
গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ইল্লা বাসস্ট্যান্ড সংলগ্ন খাদ্য অধিদপ্তর পরিচালিত কেন্দ্রে হতদরিদ্রদের জন্য স্বল্পমূল্যে চাল বিতরণ করা হয়েছে। সোমবার (২০ অক্টোবর) সকাল ১১টার দিকে কর্মসূচির আওতায় প্রতি কার্ডধারী ৩০ কেজি করে চাল পান।
সরকারি নিয়ম অনুযায়ী প্রতি কেজি ১৫ টাকা দরে ৩০ কেজি চালের জন্য ৪৫০ টাকা পরিশোধ করে চাল গ্রহণ করেন কার্ডধারীরা।
ডিলার হিসেবে দায়িত্বে ছিলেন খাঞ্জাপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. ইমরান সরদার বারেক। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. আবুল কালাম আজাদ, উপজেলা যুবদলের সদস্য কাওছার তালুকদার এবং সমাজসেবক এসএম তরিকুল হাওলাদার।
ডিলার মো. ইমরান সরদার বারেক জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী নির্ধারিত মূল্যে সঠিক ওজনে চাল বিতরণ করা হয়েছে। গোপনে কথা বললে কার্ডধারী হতদরিদ্ররাও জানান, তারা ৩০ কেজি করে পূর্ণ ওজনের চাল পেয়েছেন। সঠিকভাবে চাল পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন।
বাংলাদেশ সময়: ১৫:০৮:৩৭ ● ৪৮ বার পঠিত