বুধবার ● ১৫ অক্টোবর ২০২৫
শিক্ষকদের বাড়ী ভাড়া ও মেডিকেল ভাতা বৃদ্ধির দাবিতে মানববন্ধন
হোম পেজ » বরগুনা » শিক্ষকদের বাড়ী ভাড়া ও মেডিকেল ভাতা বৃদ্ধির দাবিতে মানববন্ধন
সাগরকন্যা প্রতিবেদক, আমতলী (বরগুনা)
বে-সরকারি শিক্ষকদের ২০% বাড়ী ভাড়া ও ১৫০০ টাকা মেডিকেল ভাতা বৃদ্ধির দাবীতে আমতলীতে মানববন্ধন ও বিক্ষোভ করা হয়েছে।
বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে মানববন্ধন শুরু হয়। পরে শিক্ষকরা একটি বিক্ষোভ মিছিলও করেন। মানববন্ধনে কয়েক হাজার শিক্ষক, বিএনপি, জামায়েত ও ইসলামী আন্দোলন বাংলাদেশ নেতাকর্মী অংশ নেন।
অধ্যক্ষ আব্দুস সালাম মাওলানা সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র আহ্বায়ক জহিরুল ইসলাম ভিপি মামুন, সদস্য সচিব তুহিন মৃধা, পৌর বিএনপির আহ্বায়ক কবির উদ্দিন ফকির, উপজেলা জামায়েতের আমির মাওলানা ইলিয়াস হোসাইন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নেতা কামরুল ইসলাম, প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন ও অন্যান্য শিক্ষক।
বক্তারা দ্রুত শিক্ষকদের দাবীকৃত বাড়ী ভাড়া ও মেডিকেল ভাতা বাস্তবায়নের আহ্বান জানান।
বাংলাদেশ সময়: ১৯:০০:৫২ ● ২১৩ বার পঠিত
