
বুধবার ● ১৫ অক্টোবর ২০২৫
কুয়াকাটার আলীপুরে ডেঙ্গুতে দুই নারীর মৃত্যুর পর নড়েচড়ে বসেছে সবাই
হোম পেজ » লিড নিউজ » কুয়াকাটার আলীপুরে ডেঙ্গুতে দুই নারীর মৃত্যুর পর নড়েচড়ে বসেছে সবাইসাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)
কুয়াকাটার আলীপুর মৎস্য বন্দরে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাওয়ায় বুধবার (১৫ অক্টোবর) বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়েছে। লতাচাপলী ইউনিয়ন পরিষদ চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ।
উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আরাফাত হোসেন, সিপিপির পরিচালক আসাদুজ্জামান খান, মহিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলু গাজী, সংশ্লিষ্ট ইউনিয়ন লতাচাপলীর ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ মিজানুর রহমানসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।
পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয় মহিপুর, কুয়াকাটা ও আশপাশের বিভিন্ন স্পটে। স্থানীয় জনপ্রতিনিধি, স্বেচ্ছাসেবী সংগঠন ও সাধারণ মানুষ এতে অংশ নেন। মাইকিংয়ের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করা হয় এবং ফগার মেশিন দিয়ে ডোবা-নালা ও জমে থাকা পানিতে মশার লার্ভা ধ্বংস করা হয়।
কলাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শংকর প্রসাদ অধিকারী বলেন, ডেঙ্গু প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায় হলো আশপাশ পরিষ্কার রাখা এবং জমে থাকা পানি অপসারণ করা। প্রতিটি পরিবারকে নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার হামিদ বলেন, ইউনিয়ন থেকে ওয়ার্ড পর্যায়ে পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে। শিক্ষাপ্রতিষ্ঠান ও স্বেচ্ছাসেবীদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। সচেতনতা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব।
অভিযান শেষে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয় এবং জনগণকে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে অবহিত করা হয়।
এদিকে, সম্প্রওতি ডেঙ্গু আক্রান্ত হয়ে দুই নারীর মৃত্যুর ঘটনায় স্থানীয় মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। সেই সাথে প্রশাসন ও স্বাস্থ্য বিভাগও নড়েচড়ে বসেছেন।
বাংলাদেশ সময়: ১৫:০২:৩১ ● ৮২ বার পঠিত