মঙ্গলবার ● ১৪ অক্টোবর ২০২৫

সাংবাদিক আলতাফ হোসেন স্মরণে দোয়া ও আলোচনা পিরোজপুরে

হোম পেজ » গণমাধ্যম » সাংবাদিক আলতাফ হোসেন স্মরণে দোয়া ও আলোচনা পিরোজপুরে
মঙ্গলবার ● ১৪ অক্টোবর ২০২৫


 

সাংবাদিক আলতাফ হোসেন স্মরণে দোয়া ও আলোচনা পিরোজপুরে

সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর

বিশিষ্ট সাংবাদিক ও জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলতাফ হোসেনের রুহের মাগফিরাত কামনায় পিরোজপুরে মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

জাতীয় সাংবাদিক সংস্থা পিরোজপুর জেলা শাখার আয়োজনে শহরের সিআইপাড়া সড়কের অস্থায়ী কার্যালয়ে সভায় অংশ নেন জেলার সাংবাদিক, সাংস্কৃতিক ও সামাজিক নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, মরহুম আলতাফ হোসেন ছিলেন নির্ভীক, আদর্শনিষ্ঠ ও দেশপ্রেমিক সাংবাদিক। তাঁর উদ্যোগে গঠিত সংস্থা দেশের সাংবাদিকদের অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

সভায় প্রধান অতিথি ছিলেন পিরোজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত। সভাপতিত্ব করেন সংস্থার জেলা সভাপতি হাসান মামুন। মানবকন্ঠ প্রতিনিধি মোঃ মেহেদী হাসান সোহাগ সঞ্চালনা করেন।

সভায় জেলা বিএনপি নেতা এনামুল হক মোল্লা, সংস্থার জেলা শাখার নির্বাহী সদস্য মোঃ মনিরুল ইসলাম চেীধুরী, বিভিন্ন টেলিভিশন ও সংবাদ সংস্থার সাংবাদিকরা বক্তব্য রাখেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন লেখক ও কবি আল-আমিন।

মরহুম আলতাফ হোসেনসহ প্রয়াত সদস্য শেখ জাকির আহম্মেদ, দেলোয়ার হোসেন ও শফিকুল আলমের রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

বাংলাদেশ সময়: ১৯:১১:১৬ ● ৩৮ বার পঠিত