সোমবার ● ১৩ অক্টোবর ২০২৫
আগৈলঝাড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন
হোম পেজ » বরিশাল » আগৈলঝাড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন
সাগরকন্যা প্রতিবেদক, আগৈলঝাড়া (বরিশাল)
বরিশালের আগৈলঝাড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে র্যালির উদ্বোধন করা হয়। র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় চত্বরে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অয়ন সাহার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আমজাদ হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রণ কুমার ঘটক এবং উপজেলা যুবদলের সদস্য সচিব সাইফুল ইসলাম শিপনসহ অনেকে।
বক্তারা বলেন, দুর্যোগ মোকাবিলায় জনগণের সচেতনতা ও প্রস্তুতিই সবচেয়ে বড় শক্তি। সকলের অংশগ্রহণে দুর্যোগ প্রতিরোধে টেকসই উদ্যোগ নিতে হবে।
বাংলাদেশ সময়: ১৩:০০:৫৫ ● ১৭৩ বার পঠিত
