
শনিবার ● ১১ অক্টোবর ২০২৫
রাঙ্গাবালীতে ইসলামি আন্দোলনের নির্বাচনী গণসমাবেশ
হোম পেজ » পটুয়াখালী » রাঙ্গাবালীতে ইসলামি আন্দোলনের নির্বাচনী গণসমাবেশসাগরকন্যা প্রতিবেদক, রাঙ্গাবালী (পটুয়াখালী)
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালীর রাঙ্গাবালীতে নির্বাচনী গণসমাবেশ করেছে ইসলামি আন্দোলন বাংলাদেশ। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে রাঙ্গাবালী মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন ইসলামি আন্দোলন বাংলাদেশ মনোনীত পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের হাতপাখা প্রতীকের সম্ভাব্য প্রার্থী আলহাজ্ব অধ্যাপক মোস্তাফিজুর রহমান।
তিনি বলেন, এক স্বৈরাচারের পতনের পর আরেক স্বৈরাচারের হাতে দেশ জিম্মি হয়ে পড়েছে। এই পরিস্থিতি থেকে মুক্তির জন্য জনগণ পরিবর্তনের অপেক্ষায় রয়েছে।
আরও বলেন, ইসলামি আন্দোলন বাংলাদেশসহ সমমনা ইসলামপন্থী ও দেশপ্রেমিক দলগুলো জনগণের শাসন ও স্বাধীনতা নিশ্চিত করতে ঐক্যবদ্ধ হয়েছে।
বক্তৃতার শেষে তিনি জনগণের অধিকার ও শান্তি প্রতিষ্ঠায় হাতপাখা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামি আন্দোলন বাংলাদেশের রাঙ্গাবালী উপজেলা শাখার সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মাওলানা আনিসুর রহমান।
গণসমাবেশে ইসলামি আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কেএইচ/এমআর
বাংলাদেশ সময়: ১৬:৫৬:৫৭ ● ৭১ বার পঠিত