
শুক্রবার ● ১০ অক্টোবর ২০২৫
কলাপাড়ায় হামাস-ইসরায়েল যুদ্ধবিরতি সমর্থনে শান্তি সমাবেশ
হোম পেজ » পটুয়াখালী » কলাপাড়ায় হামাস-ইসরায়েল যুদ্ধবিরতি সমর্থনে শান্তি সমাবেশসাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
হামাস-ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুমা কলাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত এ সমাবেশে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী, শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশ নেন।
সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মসজিদ প্রাঙ্গণে সমবেত হন।
এ সময় বক্তব্য রাখেন কলাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মুফতি সাইদুর রহমান, মাওলানা ফেরদৌস, মাহবুবুল আলম নাইম, সোয়েবুর রহমান সোয়েব ও নজরুল ইসলামসহ অনেকে। বক্তারা বলেন, ফিলিস্তিনের মানবিক বিপর্যয় বিশ্ব বিবেককে নাড়া দিয়েছে। যুদ্ধবিরতি মানবতার আহ্বান ও ন্যায়ের পথে ফেরার নতুন সূচনা।
তারা স্থায়ী শান্তির জন্য ফিলিস্তিনের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা, গাজা পুনর্গঠন ও আন্তর্জাতিক সহায়তা বৃদ্ধির দাবি জানান। শেষে শহীদদের রুহের মাগফিরাত, আহতদের সুস্থতা এবং স্থায়ী শান্তির জন্য বিশেষ দোয়া করা হয়।
এমবি/এমআর
বাংলাদেশ সময়: ১৬:১২:২৭ ● ৪২ বার পঠিত