শুক্রবার ● ১০ অক্টোবর ২০২৫
‘বিএনপি রাজনীতি করার অধিকার জিয়ার আদর্শের সৈনিকদেরই’
হোম পেজ » ঢাকা » ‘বিএনপি রাজনীতি করার অধিকার জিয়ার আদর্শের সৈনিকদেরই’
সাগরকন্যা প্রতিবেদক, মাদারীপুর
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের আদর্শের প্রত্যেক সৈনিকের বিএনপির রাজনীতি করার অধিকার আছে বলে মন্তব্য করেছেন মাদারীপুর-৩ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী মেজর (অব.) রেজাউল করিম।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে কালকিনি উপজেলার বিভিন্ন সড়কে কর্মী-সমর্থকদের নিয়ে মোটর শোভাযাত্রা শেষে মাছবাজার এলাকায় পথসভায় তিনি এ বক্তব্য দেন।
তিনি বলেন, বিএনপির রাজনীতি কাউকে ঠিকাদারীভাবে দেওয়া হয়নি। নির্দিষ্ট কেউ নয়-দলের নীতি নির্ধারক ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানই ঠিক করবেন কে মনোনয়ন পাবেন।
মেজর (অব.) রেজাউল করিম আরও বলেন, মাদারীপুর-৩ আসনে কোনো চাঁদাবাজি চলবে না। জনগণের অধিকার প্রতিষ্ঠায় প্রয়োজনে প্রাণ দিতেও প্রস্তুত আছি।
এসময় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকরা বিএনপির পতাকা হাতে শোভাযাত্রায় অংশ নেন।
আরজে/এমআর
বাংলাদেশ সময়: ১৪:৩৪:৪৬ ● ১৪৫ বার পঠিত
