শুক্রবার ● ১০ অক্টোবর ২০২৫
শিশুকে কুপিয়ে হত্যার পর গাছে উঠে আত্মরক্ষার চেষ্টা, দশমিনায় চাঞ্চল্য
হোম পেজ » পটুয়াখালী » শিশুকে কুপিয়ে হত্যার পর গাছে উঠে আত্মরক্ষার চেষ্টা, দশমিনায় চাঞ্চল্য
সাগরকন্যা প্রতিবেদক, দশমিনা (পটুয়াখালী)
পটুয়াখালীর দশমিনা উপজেলায় সবুজ হোসেন (৩০) নামের এক মানসিক ভারসাম্যহীন যুবকের দায়ের কোপে এক শিশু নিহত ও পাঁচজন আহত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যার পর উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের চরহোসনাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম সাফায়েত হোসেন (৮)। আহতরা হলেন বাবুল সরদার (৪৬), মুইন হাসান (৮), পঞ্চমালী সরদার (৪৭), নাছিমা বেগম (৩২) ও মরিয়ম বেগম (২৮)।
স্থানীয় সূত্রে জানা যায়, সবুজ হোসেন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ও মানসিক ভারসাম্যহীন ছিলেন। সন্ধ্যার দিকে তিনি হঠাৎ দা নিয়ে পরিবারের সদস্যদের ওপর এলোপাতাড়ি কোপাতে থাকেন। এতে ছয়জন গুরুতর জখম হন। আহতদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে সবুজ দৌড়ে একটি গাছের মগডালে উঠে আত্মরক্ষার চেষ্টা করেন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। অবস্থার অবনতি হলে শিশুসহ তিনজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে পথে বাউফলের বগা ফেরিঘাট এলাকায় সাফায়েতের মৃত্যু হয়।
স্থানীয় কবির চৌকিদার জানান, সবুজ ওরফে মনির দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। পুলিশ ও ফায়ার সার্ভিস তাকে নিচে নামানোর চেষ্টা করে ব্যর্থ হলে স্থানীয় এক যুবক গাছে উঠে সবুজকে বেঁধে নিচে নামাতে সক্ষম হন।
নিহত শিশুর চাচা আনছার হোসেন বলেন, শিশুর লাশ ময়নাতদন্ত শেষে দাফন করা হবে।
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম জানান, নিহত শিশুর লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত সবুজ হোসেনকে পুলিশ হেফাজতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এসবি/এমআর
বাংলাদেশ সময়: ১১:৪৬:১১ ● ১৮৮ বার পঠিত
