বৃহস্পতিবার ● ৯ অক্টোবর ২০২৫
পটুয়াখালীতে সংঘর্ষে ৬ পুলিশসহ আহত ৭
হোম পেজ » পটুয়াখালী » পটুয়াখালীতে সংঘর্ষে ৬ পুলিশসহ আহত ৭
সাগরকন্যা প্রতিবেদক, পটুয়াখালী
পটুয়াখালী সদর উপজেলার লোহালিয়া ইউনিয়নের পালপাড়া বাজারের ইজারা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে সন্ত্রাসী হামলায় ৬ পুলিশ সদস্যসহ ৭ জন আহত হয়েছেন। বুধবার রাত দশটার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পালপাড়া বাজারের ইজারা নিয়ে পূর্বশত্রুতার জেরে ওই এলাকার সোহাগ মাঝি ও তার সহযোগীরা প্রতিপক্ষ স্থানীয় বিএনপি নেতা মফিজুলকে দা ও ছুরি দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে সন্ত্রাসীরা পুলিশের ওপর হামলা চালায়। এতে এএসআই জহির, এএসআই রহমান, কনস্টেবল মহিবুল্লাল, সাইফুল ইসলামসহ পুলিশের ৬ সদস্য আহত হন। এছাড়া গুরুতর আহত মফিজুলকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত পুলিশ সদস্যদের মধ্যে চারজনকে পটুয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে, বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
ঘটনার পর যৌথ বাহিনী ঘটনাস্থলে গিয়ে ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে বৃহস্পতিবার সকালে পুলিশ তিনজনকে আটক করে। আটক ব্যক্তিরা হলেন- আমিনুল হক চৌধুরী (৪৮), পলাশ হাওলাদার (২৩) ও রমজান আলী (৮০)।
পটুয়াখালী সদর থানার পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজুর রহমান বলেন, পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আটক তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এনইউবি/এমআর
বাংলাদেশ সময়: ১৪:২৪:২৮ ● ১৭৮ বার পঠিত
