বুধবার ● ৮ অক্টোবর ২০২৫

দুমকিতে মা-ইলিশ শিকারে যুবকের ১৮ দিনের কারাদন্ড

হোম পেজ » পটুয়াখালী » দুমকিতে মা-ইলিশ শিকারে যুবকের ১৮ দিনের কারাদন্ড
বুধবার ● ৮ অক্টোবর ২০২৫


দুমকিতে মা-ইলিশ শিকারে যুবকের ১৮ দিনের কারাদন্ড

সাগরকন্যা প্রতিবেদক, দুমকি (পটুয়াখালী)

পটুয়াখালীর দুমকিতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা-ইলিশ শিকারের দায়ে সোহেল মৃধা (২৫) নামের এক যুবককে ১৮ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৮ অক্টোবর) দুপুরে দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রথম শ্রেণির নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুজর মো. এজাজুল হক এ দন্ড প্রদান করেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে মৎস্য বিভাগের অভিযানে উপজেলার আলগি এলাকার পায়রা নদীতে কারেন্ট জালে মা-ইলিশ শিকারকালে সোহেলকে আটক করা হয়। এ সময় তার সহযোগীরা পালিয়ে যায়। দন্ডপ্রাপ্ত সোহেল মৃধা উপজেলার আলগি গ্রামের সাহআলম মৃধার ছেলে।

দুমকি থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দন্ডিত আসামিকে পটুয়াখালী জেলা কারাগারে প্রেরণ করা হবে।


এমআর

বাংলাদেশ সময়: ১৬:২৬:৫০ ● ৫৫ বার পঠিত