
সোমবার ● ৬ অক্টোবর ২০২৫
কুয়াকাটায় সূর্যোদয় পয়েন্ট থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার
হোম পেজ » কুয়াকাটা » কুয়াকাটায় সূর্যোদয় পয়েন্ট থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধারসাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন গঙ্গামতি এলাকার সূর্যোদয় পয়েন্ট থেকে অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকাল ১০টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে কুয়াকাটা নৌ-পুলিশ মরদেহটি উদ্ধার করে। নিহতের আনুমানিক বয়স ৩৫ বছর। মরদেহ উদ্ধারের সময় তার পরনে ছিল কালো রঙের হাফপ্যান্ট এবং লাল রঙের টি-শার্ট। তবে মরদেহের পরিচয় এখনো জানা যায়নি।
কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির এসআই মনিরুজ্জামান বলেন, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে গঙ্গামতি থেকে অর্ধগলিত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মরদেহটি সমুদ্রে ভেসে এসে চরে আটকে গেছে।
স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ী জহিরুল জানান, সকালে দোকান খুলতে গিয়ে তিনি মরদেহটি ভেসে থাকতে দেখে পুলিশে খবর দেন।
নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ মণ্ডল বলেন, অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
বাংলাদেশ সময়: ১৪:৫৩:৩৩ ● ১১৩ বার পঠিত