
রবিবার ● ৫ অক্টোবর ২০২৫
দুমকিতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, দুই জেলের কারাদন্ড
হোম পেজ » পটুয়াখালী » দুমকিতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, দুই জেলের কারাদন্ডসাগরকন্যা প্রতিবেদক, দুমকি (পটুয়াখালী)ই
লিশের প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে দুমকিতে দুই জেলেকে এক মাস করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার রাত ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রথম শ্রেণির নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুজর মো. এজাজুল হক তার কার্যালয়ে এ রায় প্রদান করেন।
দন্ডপ্রাপ্তরা হলেন-উত্তর পাঙ্গাশিয়া গ্রামের আ: হাকিম খানের ছেলে মনির হোসেন খা (৪০) ও মৃত খলিল ফরাজীর ছেলে কাইয়ুম ফরাজী (২৫)।
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, পায়রা নদীর আলগি এলাকায় শনিবার রাতে অভিযানকালে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের সময় নৌকা ও জালসহ হাতে-নাতে তাদের আটক করা হয়। এ সময় ৫০ হাজার মিটার ইলিশ জাল জব্দ করে জনসমক্ষে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
দুমকি থানার ওসি মো. জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দন্ডপ্রাপ্তদের রবিবার সকালে পটুয়াখালী জেলা কারাগারে প্রেরণ করা হবে।
উপজেলা মৎস্য কর্মকর্তা মাহফুজুর রহমান সাগরকন্যাকে বলেন, ইলিশের প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা কঠোরভাবে প্রতিপালনে অভিযান অব্যাহত থাকবে।
এমআর
বাংলাদেশ সময়: ৯:০৭:৫৪ ● ১০৭ বার পঠিত