
শনিবার ● ৪ অক্টোবর ২০২৫
কাউখালীতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন, প্রতিবাদে মানববন্ধন
হোম পেজ » পিরোজপুর » কাউখালীতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন, প্রতিবাদে মানববন্ধনসাগরকন্যা প্রতিবেদক, কাউখালী (পিরোজপুর)
পিরোজপুরের কাউখালী উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের কালিগঙ্গা নদীতে ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ অক্টোবর) সকালে ইউনিয়নের সয়না গ্রামের নদীতীরবর্তী শতাধিক পরিবার এ মানববন্ধনে অংশ নেয়। তারা জানান, দীর্ঘদিন ধরে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের কারণে সয়না ধাবরী ও মেঘপাল গ্রামে ভয়াবহ নদীভাঙন দেখা দিয়েছে। এতে ইতোমধ্যে অনেক ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়েছে।
সয়না রঘুনাথপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রুস্তুম আলী সরদারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন কাউখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ, সমাজসেবী নজরুল ইসলাম তালুকদার, বিএনপি নেতা কবির হোসেন সিকদার, ছাত্রনেতা আল আমিন, ইউপি সদস্য ফিরোজ খান ও ইউপি সদস্য সোনালি রানী দাস।
বক্তারা বলেন, অবৈধভাবে বালু উত্তোলন চলতে থাকলে এলাকার সব বাড়িঘর ও ফসলি জমি নদীতে বিলীন হয়ে যাবে। তারা প্রশাসনের হস্তক্ষেপে অবিলম্বে এই বালু উত্তোলন বন্ধের দাবি জানান।
বাংলাদেশ সময়: ১২:৫৪:৩৫ ● ১১৫ বার পঠিত