বুধবার ● ১ অক্টোবর ২০২৫

ভবিষ্যতে সোশ্যাল মিডিয়ার বিকল্প নেই: গৌরনদীতে জহির উদ্দিন স্বপন

হোম পেজ » বরিশাল » ভবিষ্যতে সোশ্যাল মিডিয়ার বিকল্প নেই: গৌরনদীতে জহির উদ্দিন স্বপন
বুধবার ● ১ অক্টোবর ২০২৫



বিষ্যতে সোশ্যাল মিডিয়ার বিকল্প নেই: গৌরনদীতে জহির উদ্দিন স্বপন

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

বরিশাল-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা এম. জহির উদ্দিন স্বপন বলেছেন, ভবিষ্যতের রাজনীতিতে টিকে থাকতে হলে প্রযুক্তি জ্ঞান ও সোশ্যাল মিডিয়া ব্যবহারে দক্ষতা অর্জন করা অপরিহার্য। যারা প্রযুক্তি ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে অদক্ষ, তারা রাজনীতিতে অনেক পিছিয়ে পড়বে।

তিনি বলেন, একজন রাজনৈতিক নেতা যদি সারাদিন পরিশ্রম করে সভা-সমাবেশ করেন, কিন্তু সেই কর্মসূচির তথ্য সঠিকভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরতে না পারেন, তবে তিনি যত বড় নেতাই হোন না কেন, এক সময় তার গুরুত্ব কমে যাবে। প্রযুক্তি জ্ঞান ও সোশ্যাল মিডিয়ার দক্ষতা না থাকলে রাজনৈতিক কর্মীরাও নিজেদের দলেই গুরুত্বহীন হয়ে পড়বে।

জহির উদ্দিন স্বপন আরও বলেন, দলের কাছে বেশি গ্রহণযোগ্য হতে হলে নেতাকর্মীদের প্রযুক্তি সম্পর্কে জানতে হবে এবং সোশ্যাল মিডিয়া ব্যবহারে পারদর্শী হতে হবে। অন্যথায় ভবিষ্যতের রাজনীতিতে তাদের কোনো মূল্য থাকবে না।

বুধবার (১ অক্টোবর) দুপুরে গৌরনদী উপজেলার সরিকল গ্রামের নিজ বাড়িতে গৌরনদী-আগৈলঝাড়া উপজেলা বিএনপি’র সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব। এ সময় আরও বক্তব্য রাখেন সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট মাকসুদ হোসেন, যুবদল নেতা মনির হোসেন মাস্টার, তরিকুল ইসলাম কাফি, জসিম উদ্দিন হাওলাদার, এস এম মাসুদ রানা ও ছাত্রদল নেতা মো. আল-আমিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯:১৩:৪০ ● ১০৫ বার পঠিত