
বুধবার ● ১ অক্টোবর ২০২৫
কলাপাড়ায় সক্রিয় জাল টাকা চক্র, মানুষ আতঙ্কে
হোম পেজ » পটুয়াখালী » কলাপাড়ায় সক্রিয় জাল টাকা চক্র, মানুষ আতঙ্কেসাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
পটুয়াখালীর কলাপাড়ায় জাল টাকা সরবরাহ চক্র আবারও সক্রিয় হয়ে উঠেছে। এতে প্রতিনিয়ত প্রতারণার শিকার হচ্ছেন ব্যবসায়ীসহ সাধারণ মানুষ। বিশেষ করে উপজেলার আলীপুর-মহিপুর, বাবলাতলা, বালিয়াতলী ও বানাতী এলাকার মৎস্য আড়ৎগুলোতে জাল নোটের লেনদেন বেড়েছে বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।
স্থানীয় সূত্রে জানা যায়, বাজারে এক হাজার, পাঁচশ’, দুইশ’ ও একশ’ টাকার জাল নোট সবচেয়ে বেশি সরবরাহ হচ্ছে। ঈদুল ফিতর, ঈদুল আজহা ও দুর্গোৎসবের মতো ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে এ চক্রের তৎপরতা বাড়ে। কয়েকদিন আগে বাবলাতলা বাজারে চক্রের কয়েকজন সদস্য ধরা পড়েন। তারা কোরিয়ার সার্ভিসের মাধ্যমে জাল টাকা এনে বাজারে ছাড়তেন বলে জানা যায়। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ব্যবসায়ীদের অভিযোগ, এসব জাল টাকার কিছু সহজে ধরা পড়ে, আবার কিছু আসল টাকার সঙ্গে মিলিয়ে দেখা ছাড়া বোঝা যায় না। বেশি ভিড় হয় এমন দোকান, মাছের আড়ৎ, গরু-ছাগলের হাট বা সাপ্তাহিক হাটে তারা সুযোগ বুঝে জাল টাকা চালানোর চেষ্টা করে। এতে অনেকেই প্রতারণার শিকার হয়ে আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। জাল টাকা হাতে এলে সেটি কারও কাছে ফেরত দেওয়া যায় না, শেষ পর্যন্ত ছিঁড়ে ফেলাই একমাত্র উপায় হয়ে দাঁড়ায়।
এ বিষয়ে কলাপাড়া থানার ওসি মো. জুয়েল ইসলাম বলেন, সম্প্রতি জাল টাকাসহ কয়েকজনকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি আরও জানান, পুলিশ এ ব্যাপারে তৎপর রয়েছে, তবে জনগণকেও সচেতন হতে হবে।
এমবি/এমআর
বাংলাদেশ সময়: ১৫:৫২:৩৪ ● ১০৮ বার পঠিত