
মঙ্গলবার ● ৩০ সেপ্টেম্বর ২০২৫
আমতলীতে চাঁদা না দেয়ায় ধানের চারা উপড়ে ফেলার অভিযোগ
হোম পেজ » বরগুনা » আমতলীতে চাঁদা না দেয়ায় ধানের চারা উপড়ে ফেলার অভিযোগ
সাগরকন্যা প্রতিবেদক, আমতলী (বরগুনা)
বরগুনার আমতলীতে ৬০ হাজার টাকা চাঁদা না দেয়ায় এক একর জমির আমন ধানের চারা তুলে মাটিতে পুতে ফেলার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী রুহুল আমিন গাজী ও তার লোকজনের বিরুদ্ধে। ভুক্তভোগী কৃষক জলিল খাঁন মঙ্গলবার এ অভিযোগ করেছেন। ঘটনাটি ঘটেছে সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে উপজেলার গোজখালী গ্রামে।
জানা যায়, কৃষক জলিল খাঁন ২৫ দিন আগে জমিতে আমন ধান রোপণ করেন। এরপর থেকেই রুহুল আমিন গাজী তার কাছে ৬০ হাজার টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দেয়ায় সোমবার ভোর রাতে রুহুল আমিন, জালাল ঘরামীসহ ১৫-২০ জন জমির সব চারা তুলে কাঁদায় পুতে রাখে বলে অভিযোগ ভুক্তভোগীর।
জলিল খাঁনের দাবি, গত বছরও একই কায়দায় তার জমির চারা তুলে ফেলা হয়েছিল। তখন স্থানীয় শালিস বৈঠকে ২০ হাজার টাকা জরিমানা করা হলেও অভিযুক্তরা জরিমানা পরিশোধ করেনি। ভয়ে তিনি এ বছর টানা ২০ দিন জমি পাহারা দিলেও অসুস্থ থাকায় সোমবার পাহারা দিতে পারেননি।
স্থানীয় কয়েকজন নাম প্রকাশ না করার শর্তে বলেন, আগের মতো এ বছরও রুহুল আমিন ও তার সহযোগীরা একই ঘটনা ঘটিয়েছে।
অভিযোগ অস্বীকার করে রুহুল আমিন গাজী বলেন, জলিল খাঁনের জমির ধানের চারা আমি তুলিনি, তার অভিযোগ মিথ্যা।
আমতলী থানার ওসি দেওয়ান জগলুল হাসান জানান, অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এমএইচকে/এমআর
বাংলাদেশ সময়: ১৯:১০:০২ ● ১২৫ বার পঠিত