
সোমবার ● ২৯ সেপ্টেম্বর ২০২৫
আগৈলঝাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন জেলা প্রশাসকের
হোম পেজ » বরিশাল » আগৈলঝাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন জেলা প্রশাসকের
সাগরকন্যা প্রতিবেদক, আগৈলঝাড়া (বরিশাল)
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালের আগৈলঝাড়ায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন।
রবিবার (২৮ সেপ্টেম্বর) রাতে তিনি বারপাইকা শ্রী শ্রী সর্বজনীন দুর্গা মন্দির ও কালুরপাড় সর্বজনীন দুর্গা মন্দির পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বনিক, সহকারী কমিশনার (ভূমি) মো. বাইজিত সরদার এবং জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার মুহাম্মদ শাফিনুর রহমান আকন্দসহ মন্দির কমিটির সদস্যরা।
জেলা প্রশাসক দর্শনার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন। পাশাপাশি মন্দির কমিটি ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে পূজাকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার বিষয়ে আলোচনা করেন।
বাংলাদেশ সময়: ১৩:৫৪:৫৪ ● ৫৭ বার পঠিত