সোমবার ● ২৯ সেপ্টেম্বর ২০২৫

শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা হাসান মামুন

হোম পেজ » পটুয়াখালী » শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা হাসান মামুন
সোমবার ● ২৯ সেপ্টেম্বর ২০২৫


বিএনপি নেতা হাসান মামুন।

সাগরকন্যা প্রতিবেদক, দশমিনা (পটুয়াখালী)

সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা হাসান মামুন। পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনের এই নেতা রবিবার এক বার্তায় শুভেচ্ছা জানান।

তিনি বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের দল বিএনপির পক্ষ থেকে সকল সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা। দেশের প্রতিটি ধর্মীয় গোষ্ঠী ও সম্প্রদায় যেন উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে নিজ নিজ ধর্ম পালন করে- এটাই আমাদের আবহমান ঐতিহ্য ও সংস্কৃতির সৌন্দর্য।

হাসান মামুন বলেন, সংবিধান সকল নাগরিকের নিরাপত্তার নিশ্চয়তা দিয়েছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে নাগরিকদের উচিত অপর নাগরিকের নিরাপত্তা ও সম্মান রক্ষায় ভূমিকা রাখা।

তিনি আরও বলেন, শারদীয় উৎসবকে ঘিরে কেউ যেন সাম্প্রদায়িক পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকতে হবে।

দেশের সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে হাসান মামুন বলেন, আপনারা উৎসাহ-উদ্দীপনার মধ্যে নিরাপদে দুর্গাপূজা উদযাপন করুন এবং সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিন। বিএনপি বিশ্বাস করে- ধর্ম যার যার, রাষ্ট্র সবার। নিরাপত্তা পাওয়ার অধিকারও সবার।

বাংলাদেশ সময়: ১১:০৮:০০ ● ১০৩ বার পঠিত