সোমবার ● ২৯ সেপ্টেম্বর ২০২৫

দুমকিতে পাঁচ দিন ধরে নিখোঁজ ঈমন

হোম পেজ » পটুয়াখালী » দুমকিতে পাঁচ দিন ধরে নিখোঁজ ঈমন
সোমবার ● ২৯ সেপ্টেম্বর ২০২৫


দুমকিতে নিখোঁজ ঈমনের সন্ধান চায় পরিবার

সাগরকন্যা প্রতিবেদক, দুমকি (পটুয়াখালী)

পটুয়াখালীর দুমকি উপজেলার দক্ষিণ মুরাদিয়া গ্রামের মো. ঈমন তালুকদার (২২) নামে এক যুবক পাঁচ দিন ধরে নিখোঁজ রয়েছেন। এতে চরম উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে তাঁর পরিবার।

পরিবারের সদস্যরা জানান, গত ২৭ সেপ্টেম্বর (শনিবার) সকালে ঈমন বাড়ি থেকে মুরাদিয়া কলবাড়ি বাজারের উদ্দেশ্যে বের হয়ে আর ফেরেননি। আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান মেলেনি।

নিখোঁজ হওয়ার সময় ঈমনের পরনে ছিল ট্রাউজার ও টি-শার্ট। তিনি কিছুটা বাকপ্রতিবন্ধী হওয়ায় স্পষ্টভাবে কথা বলতে পারেন না বলে জানিয়েছেন পরিবার।

ঈমনের পিতা মনসুর তালুকদার বলেন, ছেলে নিখোঁজ হওয়ার পর থেকে দিন-রাত খোঁজ চলছে, কিন্তু কোনো খবর পাওয়া যায়নি।

কোনো সহৃদয়বান ব্যক্তি ঈমনের সন্ধান পেলে ০১৭৪৮১১০০৩১ অথবা ০১৭৬৬১৪৫৭৬৫ নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

জেএইচ/এমআর

বাংলাদেশ সময়: ১২:০৪:৪০ ● ৬২ বার পঠিত