রবিবার ● ২৮ সেপ্টেম্বর ২০২৫
চরফ্যাশনে সাবেক এমপি নাজিম উদ্দিন আলমের পিআর সতর্কবার্তা
হোম পেজ » ভোলা » চরফ্যাশনে সাবেক এমপি নাজিম উদ্দিন আলমের পিআর সতর্কবার্তা
সাগরকন্যা প্রতিবেদক, চরফ্যাশন (ভোলা)
কেন্দ্রীয় বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলম বলেছেন, পিআর নামে জনগণকে ধোকা দেওয়ার চেষ্টা হচ্ছে। জনগণ ওই ধোকা খাবে না।
রবিবার ভোলার সামরাজ মাছঘাট এলাকায় সাধারণ মানুষ ও জেলেদের মাঝে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ এবং এক পথ সমাবেশে তিনি এ কথা বলেন।
সমাবেশে বক্তব্য রাখেন সাবেক পৌর মেয়র ও বিএনপি সহ-সভাপতি আমিরুল ইসলাম মিন্টিজ, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আশরাফুর রহমান দিপু ফরাজী, উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি মীর আবুল কালাম আজাদ, যুবদলের সাবেক সম্পাদক শহিদুল ইসলাম দুলাল, প্রভাষক নজরুল কবির এবং সামরাজ মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি তারেক আজিজ।
নাজিম উদ্দিন আলম জেলার চরফ্যাশন চর মাদ্রাজ ইউনিয়নের বিভিন্ন হাটবাজার ও সামরাজ মৎস্য ঘাটে লিফলেট বিতরণ করেন। পরে তিনি চর মাদ্রাজ ইউনিয়ন শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক মরহুম আলাউদ্দিন আল মামুনের কবর জিয়ারত করেন এবং বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে মরহুমের পরিবারকে আর্থিক অনুদান দেন।
বাংলাদেশ সময়: ২০:২৫:৩৯ ● ১৬১ বার পঠিত
