
রবিবার ● ২৮ সেপ্টেম্বর ২০২৫
চাঁপাইনবাবগঞ্জে কবরস্থানে ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক
হোম পেজ » রাজশাহী » চাঁপাইনবাবগঞ্জে কবরস্থানে ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্কসাগরকন্যা প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রামচন্দ্রপুরহাট গটিপাড়া এলাকায় পারিবারিক কবরস্থানে রবিবার (২৮ সেপ্টেম্বর) সকালে অন্তত ১০টি ককটেলের বিস্ফোরণ ঘটে। এতে কবরস্থানের এক কোনে বিশাল গর্ত তৈরি হয়েছে এবং পাশের প্রাচীর ভেঙ্গে গেছে। ঘটনায় এলাকার মানুষ আতঙ্কিত হয়েছেন।
স্থানীয়রা জানিয়েছেন, সকাল সাড়ে ৮টার দিকে হঠাৎ বিকট শব্দে ককটেল বিস্ফোরিত হয়। কবর ও আশপাশে বিস্ফোরণের আলামত ছড়িয়ে পড়ে। কবরস্থানের পাশে বসবাসকারী মো. দুখু ও তার পরিবার ঘটনার সময় ঘটনাস্থলে ছিলেন। তার স্ত্রী এরিনা বেগম বলেন, কেউ জানে না কবরের মধ্যে ককটেল কীভাবে রাখা হয়েছিল।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মতিউর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। তারা আলামত সংগ্রহ করেছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৯:৩২:০৭ ● ১২১ বার পঠিত