
রবিবার ● ২৮ সেপ্টেম্বর ২০২৫
পুলিশের ভূমিকায় প্রশ্ন! ছাতকে আ.লীগ নেতার বাড়ির সামনে বিপুল অস্ত্র উদ্ধার
হোম পেজ » সর্বশেষ » পুলিশের ভূমিকায় প্রশ্ন! ছাতকে আ.লীগ নেতার বাড়ির সামনে বিপুল অস্ত্র উদ্ধারসাগরকন্যা প্রতিবেদক, ছাতক (সুনামগঞ্জ)
ছাতকের খুরমা গ্রামে এক আওয়ামী লীগ নেতার বাড়ির সামনে থেকে বিপুল পরিমাণ দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় তীব্র আলোচনা ও প্রশ্ন উঠেছে।
সশস্ত্র উদ্ধার অভিযানের পর ওই ব্যক্তিকে নতুন কোনো অস্ত্র মামলায় না নেওয়া ও পুরোনো একটি নাশকতার মামলায় আদালতে সোপর্দ করার কারণে এলাকায় সন্দেহ সৃষ্টি হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ভোররাতে সেনাবাহিনী ও ছাতক থানা পুলিশের যৌথ টহল দল খুরমা গ্রামে অভিযান চালায়। ওই সময় আব্দুল খালিকের বসতবাড়ির সামনে পরিত্যক্ত অবস্থায় ১টি দেশীয় রিভলবার, ১টি পাইপ গান, ২টি কার্তুজ ও ৭টি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। ঘটনা নিয়ে ২৬ সেপ্টেম্বর থানায় সাধারণ ডায়রি (জিডি নং-১২৩৭) করা হয়।
অস্ত্র উদ্ধার অভিযানের একদিন পর শনিবার (২৭ সেপ্টেম্বর) রাতে আব্দুল খালিককে গ্রেফতার করা হয়। কিন্তু পুলিশের প্রতিবেদন ও আদালতে প্রেরণে তাকে গত ২২ জুলাই দায়ের করা একটি পুরনো নাশকতা মামলার (মামলা নং-২৮) সন্দেহভাজন হিসেবে দেখানো হয়। এতে এলাকায় নানা প্রশ্ন ও সমালোচনা দেখা দিয়েছে।
স্থানীয়রা বলছেন, বড় অংকের টাকার বিনিময়ে পুলিশ এবং অভিযুক্তের মধ্যে আঁতাত করে অস্ত্র মামলাটি ঢাকা দেওয়া হয়েছে। কেউ কেউ দাবি করছেন, পুলিশের দেওয়া তথ্য বিবরণীতে অভিযুক্তের রাজনৈতিক পরিচয় intentionally বাদ রাখা হয়েছে। গ্রেপ্তারের পর তাকে জেলহাজতে বিশেষ কক্ষে রাখা হয়েছে এমন অভিযোগও ওঠে; পুলিশ এ দাবি অস্বীকার করেছে।
অভিযুক্ত আব্দুল খালিকের বিরুদ্ধে এলাকায় পুরোনো অভিযোগ রয়েছে। স্থানীয়দের দাবি, তিনি সম্পর্কে সন্ত্রাসী কর্মকাণ্ড, জমি দখল ও এলাকায় শাসন প্রতিষ্ঠার সঙ্গে জড়িত ছিলেন। পুলিশ ও নিরাপত্তা সূত্রেরা তদন্তের বিষয়টি খতিয়ে দেখার প্রতিশ্রুতি দিয়েছেন।
ছাতক থানার ওসি মো. সফিকুল ইসলাম খান ঘটনাস্থল থেকে অস্ত্র উদ্ধারের কথা নিশ্চিত করে বলেন, অস্ত্রগুলো উদ্ধার করা হয়েছে এবং আটককৃতকে আদালতে প্রেরণ করা হয়েছে। সহকারী পুলিশ সুপার (ছাতক সার্কেল) মো. আব্দুল কাদের জানান, তিনি বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন এবং বিস্তারিত জানতে ওসির ভাষ্য প্রয়োজন।
বাংলাদেশ সময়: ১৯:০৭:৩২ ● ১৪৮ বার পঠিত