রবিবার ● ২৮ সেপ্টেম্বর ২০২৫

‘তথ্য অধিকার আইনের বাস্তবায়নে সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত হবে’

হোম পেজ » খুলনা » ‘তথ্য অধিকার আইনের বাস্তবায়নে সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত হবে’
রবিবার ● ২৮ সেপ্টেম্বর ২০২৫


বাগেরহাট শহরে বর্ণাঢ্য র‌্যালি

সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট

যার কাছে যত বেশি তথ্য থাকবে, সে তত জ্ঞানী ও শক্তিশালী হবে- আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এমন মন্তব্য করেছেন বাগেরহাট জেলা তথ্য অফিসের উপ-পরিচালক মো. মঈনুল ইসলাম।

রবিবার (২৮ সেপ্টেম্বর) সকালে বাগেরহাট শহরে বর্ণাঢ্য র‌্যালি শেষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, বাংলাদেশে জনগণ যে একমাত্র আইনটি সরাসরি সরকার ও রাষ্ট্রের ওপর প্রয়োগ করতে পারে, তা হলো তথ্য অধিকার আইন। ২০০৯ সালে কার্যকর হওয়া এই আইন বাস্তবায়নের মাধ্যমে দেশে সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে এবং অনিয়ম ও দুর্নীতি কমে আসবে।

সভায় সভাপতিত্ব করেন উদয়ন বাংলাদেশের নির্বাহী পরিচালক ইসরাত জাহান। বিশেষ অতিথি ছিলেন বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মো. কামরুজ্জামান, সাধারণ সম্পাদক তরফদার রবিউল ইসলাম, উন্নয়ন কর্মী শিল্পী আক্তার, গোপীনাথ সাহা, নাদিরা আকরাম ও সাংবাদিক আজাদুল হক।

তথ্য অধিকার আইনের গুরুত্ব ও বাস্তবায়ন বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন উদয়ন বাংলাদেশের অ্যাডভোকেসি অফিসার মেঘলা জামান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নাগরিক প্রকল্পের প্রোগ্রাম অফিসার সুশান্ত মল্লিক।

মানুষের জন্য ফাউন্ডেশন-এর সহযোগিতায় এবং উদয়ন বাংলাদেশ ও উইক্যান-এর বাস্তবায়নে আয়োজিত এই অনুষ্ঠানে প্রান্তিক জনগোষ্ঠীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন এবং মতামত দেন।

বাংলাদেশ সময়: ১৮:৩২:২৬ ● ১৯৩ বার পঠিত