
রবিবার ● ২৮ সেপ্টেম্বর ২০২৫
কলাপাড়ায় ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি: বিএনপি নেতার বিরুদ্ধে মদদদানের অভিযোগ
হোম পেজ » পটুয়াখালী » কলাপাড়ায় ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি: বিএনপি নেতার বিরুদ্ধে মদদদানের অভিযোগসাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
পটুয়াখালীর কলাপাপড়া পাখিমারা বাজারের স্বর্ণব্যবসায়ী নিখিল কর্মকারের বাড়িতে ডাকাতির ঘটনায় স্থানীয় বিএনপি নেতা মো. ফজলুর রহমানকে মদদদাতা হিসেবে অভিযুক্ত করে সংবাদ সম্মেলন করেছে ক্ষতিগ্রস্ত পরিবার। রবিবার দুপুরে কলাপাড়া প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নিখিল কর্মকারের স্ত্রী শিলা রাণী।
তিনি জানান, গত ২২ আগস্ট আমিরাবাদ গ্রামের বাড়িতে জানালার গ্রিল কেটে সশস্ত্র ডাকাতি হয়। ডাকাতরা অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে মারধর করে স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে যায়। একই এলাকার দুর্জয় হাওলাদারকে তারা শনাক্ত করেছেন, যাকে পুলিশ গ্রেপ্তার করেছে।
শিলা রাণী অভিযোগ করেন, ঘটনাটিকে ভিন্ন খাতে নিতে নীলগঞ্জ ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুর রহমান উঠেপড়ে লেগেছেন। তাকে মামলার আসামি করতে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে আবেদন করেছেন তারা।
তিনি আরও বলেন, ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে ফজলুর নেতৃত্বে একদল সন্ত্রাসী তাঁদের বাড়িতে হামলা চালায়। গেট ও দেয়াল ভাঙচুর করে মোটরসাইকেল নিয়ে যায়। একই রাতে স্থানীয় সুনীল মিত্রের বাড়িতেও হামলা চালিয়ে তার হাত-পা ভেঙে দেওয়া হয় এবং লুটপাট করা হয়। মূলত জমিজমা দখলের জন্য এসব হামলা ও মামলা হচ্ছে।
বর্তমানে পরিবারটি নিরাপত্তাহীনতায় বাড়িঘর ছেড়ে থাকতে বাধ্য হয়েছে এবং সন্তানদের পড়াশোনা বন্ধের উপক্রম হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। পরিবারটি নিরাপত্তা ও বিচার দাবি করেছে।
অভিযুক্ত বিএনপি নেতা মো. ফজলুল হক অভিযোগ অস্বীকার করে বলেন, শিলা রাণীর সঙ্গে তার জমি নিয়ে বিরোধ রয়েছে এবং এ বিষয়ে আদালতে মামলা চলমান। তিনি ওই জমির জন্য ২০২২ সালে বায়না চুক্তি করেছেন। কিন্তু পরে শিলা রাণী পাওয়ার দলিল করেন। হামলা ও ডাকাতির অভিযোগ সাজানো নাটক বলে দাবি করে তিনি বলেন, তাকে হয়রানি ও জমি দখলে রাখতে এসব করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৭:০২:০১ ● ৪১৬ বার পঠিত