
শুক্রবার ● ২৬ সেপ্টেম্বর ২০২৫
দুমকিতে পিআরসহ ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ
হোম পেজ » পটুয়াখালী » দুমকিতে পিআরসহ ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভসাগরকন্যা প্রতিবেদক, দুমকি (পটুয়াখালী)
কেন্দ্র ঘোষিত পিআরসহ পাঁচ দফা দাবির সমর্থনে পটুয়াখালীর দুমকিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল হয়েছে। শুক্রবার বিকেলে জনতা কলেজ মোড় থেকে মিছিলটি শুরু হয়ে উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে নতুন বাজার এলাকায় শেষ হয়।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা নায়েবে আমীর ও পটুয়াখালী-১ আসনের প্রার্থী অ্যাডভোকেট নাজমুল আহসান। সভাপতিত্ব করেন উপজেলা আমীর মাওলানা জালাল আহমেদ। আরও উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমীর মাওলানা আলতাফ হোসেন, সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান, রাজনৈতিক সেক্রেটারি মাওলানা আবুল খায়ের ও উপজেলা ছাত্রশিবির সভাপতি মাসুদ।
বক্তারা অভিযোগ করেন, যেসব দল সীমিত জনসমর্থন নিয়েও ক্ষমতার সর্বোচ্চ সুবিধা ভোগ করতে চায় তারাই পিআর পদ্ধতির বিরোধিতা করছে। তারা বলেন, যারা সন্ত্রাস, চাঁদাবাজি ও পেশিশক্তির রাজনীতির মাধ্যমে দেশকে ক্ষতিগ্রস্ত করছে তারাই পিআর বিরোধী বক্তব্য দিচ্ছে।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এ কর্মসূচি আসন্ন নির্বাচনে জামায়াতের সাংগঠনিক সক্রিয়তার বহিঃপ্রকাশ।
এমআর
বাংলাদেশ সময়: ১৮:০৬:২২ ● ৮৭ বার পঠিত