শুক্রবার ● ২৬ সেপ্টেম্বর ২০২৫

৫ দফা দাবিতে মির্জাগঞ্জে জামায়াতের বিক্ষোভ সমাবেশ

হোম পেজ » পটুয়াখালী » ৫ দফা দাবিতে মির্জাগঞ্জে জামায়াতের বিক্ষোভ সমাবেশ
শুক্রবার ● ২৬ সেপ্টেম্বর ২০২৫


৫ দফা দাবিতে মির্জাগঞ্জে জামায়াতের বিক্ষোভ সমাবেশ

সাগরকন্যা প্রতিবেদক, মির্জাগঞ্জ(পটুয়াখালী)

‎ইনসাফ ভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্র ঘোষিত পিআর পদ্ধতিসহ ৫ দফা দাবী আদায়ে ‎বাংলাদেশ জামায়াতে ইসলামী মির্জাগঞ্জ উপজেলা শাখার আয়োজনে সামবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে নয়টায় উপজেলা কোর্ট মসজিদ চত্ত্বরে সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে সুবিদখালী কলেজ রোড এলাকায় গিয়ে শেষ হয়। উপজেলা জামায়াতে আমীর মাওলানা মোঃ শাহজাহান এর সভাপতিত্বে সমাবেশে ৫ দফাদাবী আদায় এর লক্ষে প্রধান অতিথির বক্তব্য রাখেন, পটুয়াখালী জেলা সহকারী সেক্রেটারী জেনারেল ও পটুয়াখালী-১ আসনের নির্বাচন পরিচালক অধ্যাপক আলমগীর হোসেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী মির্জাগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারী মাওলানা মোঃ শাহজালাল এর সঞ্চালনায় অন্যদের মধ্যে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, জেলা বায়তুল মাল সেক্রেটারি মোঃ নজরুল ইসলাম সোহাগ এবং সাবেক উপজেলা আমীর ও সুরা সদস্য মুহা সিরাজুল হক প্রমূখ।
‎‎

ইউজি/এমআর

বাংলাদেশ সময়: ১৫:৪০:১১ ● ৭৫ বার পঠিত