বৃহস্পতিবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৫

নেছারাবাদে শারদীয় শুভেচ্ছা ও মতবিনিময় সভা

হোম পেজ » পিরোজপুর » নেছারাবাদে শারদীয় শুভেচ্ছা ও মতবিনিময় সভা
বৃহস্পতিবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৫


নেছারাবাদে শারদীয় শুভেচ্ছা ও মতবিনিময় সভা

সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলে নেছারাবাদের সনাতন ধর্মাবলম্বীদের সথে শুভেচ্ছা ও মতবিনিময় সভা করেছেন পিরোজপুর-২ আসনের বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী মোঃ মাহমুদ হোসেন।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার তৃণা কমিউনিটি সেন্টারে ওই মত বিনিময় সভার আয়োজন করা হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মোঃ মাহমুদ হোসেন বলেন, “বাংলাদেশে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষ সমান অধিকারে বসবাস করছে। দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সবাইকে এগিয়ে আসতে হবে। বিএনপি সবসময় সাধারণ মানুষের পাশে ছিল, আছে এবং থাকবে।”

স্বরূপকাঠি পৌর বিএনপির সাবেক কমিশনার ও ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ নাছির উদ্দিন এর সভাপত্তিত্বে ও নেছারাবাদ পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক বাবু অসীম কর্মকার এর সঞ্চালনা মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মনিরুল ইসলাম সোহাগ, নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইমাম উদ্দিন তালুকদার, স্বরূপকাঠি পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম উজ্জ্বল, পৌর যুবদল নেতা মামুন সরদার ও পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমিনুল ইসলাম মিজান, যুবনেতা জাফর ইকবাল, মোঃ সাইফুল ইসলাম। সভায় বক্তারা বলেন, আসন্ন দুর্গাপূজা শুধু ধর্মীয় উৎসব নয়, এটি সার্বজনীন উৎসব। সব সম্প্রদায়ের মানুষ মিলেমিশে এ উৎসব উদযাপন করে থাকে। পূজাকে ঘিরে শান্তি-সম্প্রীতির পরিবেশ বজায় রাখা সবার দায়িত্ব।

মতবিনিময় সভায় বিভিন্ন ইউনিয়নের পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিএনপির নেতাকর্মীরা অংশ নেন। আলোচনার শেষে আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের প্রত্যাশা ব্যক্ত করা হয়। এ সময় উপজেলার ১০১টি পূজা মন্দিরে মোঃ মাহমুদ হোসেন ব্যক্তিগত পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করেন।


আরএ/এমআর

বাংলাদেশ সময়: ১৯:২৩:২৭ ● ১২১ বার পঠিত