বুধবার ● ২৪ সেপ্টেম্বর ২০২৫

চরফ্যাশনে গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ

হোম পেজ » খেলা » চরফ্যাশনে গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ
বুধবার ● ২৪ সেপ্টেম্বর ২০২৫


চরফ্যাশনে গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ

সাগরকন্যা প্রতিবেদক, চরফ্যাশন (ভোলা)

৫২তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির উপজেলা পর্যায়ের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান চরফ্যাশনে অনুষ্ঠিত হয়েছে। ২২, ২৩ ও ২৪ সেপ্টেম্বর বিএড কলেজ মাঠে আয়োজিত এ প্রতিযোগিতার আয়োজন করে চরফ্যাশন উপজেলা প্রশাসন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথি। প্রতিযোগিতা পরিচালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মীর এ কে এম আবুল খায়ের।

চরফ্যাশন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মুক্ত সাঁতার, প্রজাপতি সাঁতার, হ্যান্ডবল, ফুটবল ও দাবা খেলাসহ বিভিন্ন ইভেন্টে অংশ নেন। প্রতিযোগিতায় টাউন মাধ্যমিক বিদ্যালয়, আমিনাবাদ মাধ্যমিক বিদ্যালয়, কেরামতগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়, উত্তর মাদ্রাজ ওয়াহেদিদ দাখিল মাদ্রাসা, ঢালচর মাধ্যমিক বিদ্যালয়, রেসিডেন্সিয়াল মডেল মাদ্রাসা, চরফ্যাশন সরকারি টি. ব্যারেট মাধ্যমিক বিদ্যালয় ও চরফ্যাশন মডেল মাধ্যমিক বিদ্যালয়সহ আরও অনেক প্রতিষ্ঠান বিজয়ী হয়।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথি। বিজয়ী শিক্ষার্থী এনায়েত ও জাকিয়া জানান, প্রতিযোগিতায় অংশ নিয়ে তারা খুব আনন্দিত। এনায়েত আরও জানান, তিনি জেলা ও বিভাগীয় পর্যায়েও একাধিকবার অংশ নিয়েছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথি বলেন, শিক্ষা জীবনের পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রতিটি শিক্ষার্থীরই ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেওয়া উচিত। যারা জয়ী হয়েছে তাদের শুভকামনা জানাচ্ছি, আর যারা পারেনি তারা আগামীতে নিশ্চয়ই ভালো করবে।

বাংলাদেশ সময়: ১৬:২৯:৫৮ ● ১৬১ বার পঠিত