সোমবার ● ২২ সেপ্টেম্বর ২০২৫

কোটি কোটি টাকা আত্মসাৎ! নেছারাবাদে আমানত ফেরত না দিয়ে সমিতির শাখা বিক্রি

হোম পেজ » পিরোজপুর » কোটি কোটি টাকা আত্মসাৎ! নেছারাবাদে আমানত ফেরত না দিয়ে সমিতির শাখা বিক্রি
সোমবার ● ২২ সেপ্টেম্বর ২০২৫


 

চাদকাঠি বাজারে ভুক্তভোগীরা মানববন্ধন করেছেন।

সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)

গ্রাহকদের আমানত ফেরত না দিয়ে একটি সমিতির শাখা বিক্রির অভিযোগ উঠেছে পিরোজপুরের নেছারাবাদে। আতা বহুমুখী সমবায় সমিতি নামে ওই শাখায় স্বল্প আয়ের মানুষদের আমনত রেখে এখন বিপাকে পড়েছেন। তাদের অভিযোগ, মাসের পর মাস ধরে আমানত ফেরত দেওয়া হচ্ছে না। উল্টো টাকা চাইতে গেলে মামলা ও হামলার ভয় দেখানো হচ্ছে।

ভুক্তভোগীরা আরও জানান, সমিতির পরিচালক উত্তম মিস্ত্রী ও ম্যানেজার হাসিবুল কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন। এর মধ্যে সাতটি শাখা পিরোজপুরের অভিজিৎ মণ্ডল নামে এক ব্যক্তির কাছে বিক্রি করে দেওয়া হয়েছে। এতে আরও অনিশ্চয়তায় পড়েছেন শত শত গ্রাহক।

এ বিষয়ে রবিবার উপজেলার গুয়ারেখা ইউনিয়নের চাদকাঠি বাজারে ভুক্তভোগীরা মানববন্ধন করেছেন। ঘণ্টাব্যাপী কর্মসূচিতে কান্নাজড়িত কণ্ঠে তারা অসহায়ত্বের কথা সাংবাদিকদের সামনে তুলে ধরেন।

ভুক্তভোগী ছালেহা বেগম জানান, ভিক্ষার টাকায় সংসার চালাতে গিয়ে তিনি ৮২ হাজার টাকা জমা করেছিলেন। ছয় বছরে দ্বিগুণ মুনাফার আশায় টাকা জমা রাখলেও ফেরত চাইতে গেলে হুমকির মুখে পড়তে হচ্ছে। তার মতো আরও অনেকে রয়েছেন, এদের মধ্যে দিনমজুর খাদিজা, নাজমা ও হাজেরা জানান, রোঙ্গাকাঠি শাখার প্রায় চার শতাধিক গ্রাহক এখনো টাকা পাননি।

অভিযোগ রয়েছে, উত্তম মিস্ত্রী নেছারাবাদ উপজেলার বিভিন্ন গ্রামে একাধিক সমিতি খুলে মাঠকর্মীদের মাধ্যমে গ্রাহক সংগ্রহ করতেন। ছয় বছরে দ্বিগুণ মুনাফার প্রলোভন দেখিয়ে দিনমজুর, অবসরপ্রাপ্ত চাকরিজীবী ও ব্যবসায়ীদের টার্গেট করে তাদের নিকট থেকে বিপুল পরিমান টাকা হাতিয়ে নিয়েছেন। ফেরত চাইতে গেলে গ্রাহকেরা হয়রানির শিকার হচ্ছেন। সম্প্রতি কিছু গ্রাহক টাকা চাইতে গেলে উত্তম মিস্ত্রী থানায় গিয়ে তাদের বিরুদ্ধে ‘অফিস লুটের’ মামলা করেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে উত্তম মিস্ত্রী বলেন, আমরা মাঠে টাকা বিনিয়োগ করেছি। সবাই একসাথে টাকা চাইছে, এটাতো দেওয়া সম্ভব নয়।

নেছারাবাদ উপজেলা সমবায় কর্মকর্তা মো. হাসান রকি জানান, উত্তম মিস্ত্রী বিভিন্ন জেলা থেকে লাইসেন্স নিয়ে অবৈধভাবে প্রায় ২২৮ কোটি টাকার আমানত সংগ্রহ করেছেন। এই অর্থ দিয়ে তিনি ও তার আত্মীয়স্বজন বিপুল সম্পদ গড়ে তুলেছেন। ইতোমধ্যে আতা বহুমুখী সমবায় সমিতির নিবন্ধন বাতিল করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২২:১১:৪৭ ● ১৩২ বার পঠিত